IPL 2023: ধোনির সাথে তুলনা টেনে স্যামসনকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি হরভজনের

হরভজন জানান, "আমি অতীতেও বলেছি এবং এখনও বিশ্বাস করি যে ভারতীয় জাতীয় দলে (সাদা বলের ফর্ম্যাটে) তাঁর নিয়মিত জায়গা হওয়া উচিত। সে স্পিনার এবং ফাস্ট বোলারদের সমান স্বাচ্ছন্দ্যে খেলে।"
হরভজন সিং
হরভজন সিংফাইল চিত্র

গত আইপিএলের ফাইনালিস্ট রাজস্থান রয়্যালস চলতি আইপিএলেও রয়েছে দুর্দান্ত ছন্দে। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। আর এই রাজস্থানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। গত ম্যাচে ৩২ বলে ৬০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি।

পাশাপাশি, সবচেয়ে বেশি সঞ্জুকে নিয়ে যে বিষয়ে আলোচনা করা হচ্ছে, তা হলো অধিনায়ক হিসেবে তাঁর দক্ষতা। একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ কেরালার এই উইকেটরক্ষক ব্যাটারকে জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য সুর চড়িয়েছেন। এবার সঞ্জুর প্রশংসায় মাতলেন হরভজন সিং। দেশের প্রাক্তন স্পিনার সঞ্জুকে তুলনা করলেন মহেন্দ্র সিং ধোনির সাথেও।

স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে হরভজন জানান, "আমরা সঞ্জুর থেকে আরেকটি অধিনায়কের ইনিংস দেখেছি। আমি অতীতেও বলেছি এবং এখনও বিশ্বাস করি যে ভারতীয় জাতীয় দলে (সাদা বলের ফর্ম্যাটে) তাঁর নিয়মিত জায়গা হওয়া উচিত। সে স্পিনার এবং ফাস্ট বোলারদের সমান স্বাচ্ছন্দ্যে খেলে। কীভাবে চাপকে শুষে নিতে হয় তা জানে এবং একজন শক্তিশালী ইচ্ছাশক্তিসম্পন্ন খেলোয়াড়। এমএস ধোনির মতোই তার ক্ষমতার ওপর আস্থা রয়েছে।"

সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম প্রতিভাবান ব্যাটারদের একজন হিসেবে ধরা হয় সঞ্জু স্যামসনকে। কিন্তু জাতীয় দলে তিনি নিয়মিত সুযোগ পাননা। মাঝে মাঝে একটি বা দুটি ম্যাচে সুযোগ দেওয়া হলেও তারপর ফের বসিয়ে দেওয়া হয়। সঞ্জুকে জাতীয় দলে ফেরানোর দাবি জানিয়েছেন অনেক বিশেষজ্ঞই।

গুজরাট টাইটানসের বিপক্ষে ৩২ বলে ৬০ রানের ইনিংস খেলার পর ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে ট্যুইট করে জানিয়েছিলেন, "আমি প্রতিদিন সঞ্জু স্যামসনকে ভারতের টি-টোয়েন্টি দলে খেলাব।"

পাঁচ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস। আট পয়েন্ট তাদের। বুধবার শীর্ষস্থান দখল করে রাখার লড়াইয়ে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে সঞ্জু স্যামসনরা। পাঁচ ম্যাচে ছ'পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস।

হরভজন সিং
IPL 2023: অন্দরের খবর দিলেই মোটা অঙ্কের টাকা, জুয়াড়ির থেকে ফোন পেলেন সিরাজ!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in