EPL: ইতিহাস গড়তে দরকার ৩ পয়েন্ট, রবিবারই প্রিমিয়ার লিগ নিশ্চিত করতে মরিয়া লিভারপুল

People's Reporter: এখনও পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ২০ বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। লিভারপুল ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছে।
একটা ম্যাচ জিতলেই শিরোপা
একটা ম্যাচ জিতলেই শিরোপা ছবি - লিভারপুলের ফেসবুক পেজ
Published on

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস তৈরি থেকে আর মাত্র এক ম্যাচ দূরে লিভারপুল। ৫ ম্যাচের মধ্যে একটি জিতলেই খেতাব জয়ের নিরিখে ম্যানচেস্টার ইউনাইটেডকে স্পর্শ করে ফেলবেন মহম্মদ সালহারা।

এখনও পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ২০ বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে ১৯ বার। বর্তমানে পয়েন্ট টেবিলে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সালহারা। সমসংখ্যক ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। দুই দলের মধ্যে পার্থক্য ১৩ পয়েন্টের।

লিভারপুল এবং আর্সেনালের এখনও ৫টি করে ম্যাচ বাকি। আর্সেনাল সবক'টি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৮১। আর লিভারপুল ৫ ম্যাচের মধ্যে একটিতে জিতলেই ৮২ পয়েন্ট সংগ্রহ করবে। ফলে লিভারপুলের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ জয় শুধু সময়ের অপেক্ষা।

লিভারপুলের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ২৭ এপ্রিল টটেনহ্যামের সাথে। তারপরের খেলা চেলসির বিরুদ্ধে (৪ মে)। ১১ মে রয়েছে আর্সেনালের বিপক্ষে ম্যাচ, ব্রাইটনের বিরুদ্ধে খেলবে ২০ মে এবং ক্রিস্টাল প্যালেসের সাথে খেলবে আগামী ২৫ মে।

উল্লেখ্য, লিভারপুল শেষবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৯-২০ মরসুমে। এখনও পর্যন্ত মোট ১৯ বার জয়ী হয়েছে তারা (১৯০০-০১, ১৯০৫-০৬, ১৯২১-২২, ১৯২২-২৩, ১৯৪৬-৪৭, ১৯৬৩-৬৪, ১৯৬৫-৬৬, ১৯৭২-৭৩, ১৯৭৫-৭৬, ১৯৭৬-৭৭, ১৯৭৮-৭৯, ১৯৭৯-৮০, ১৯৮১-৮২, ১৯৮২-৮৩, ১৯৮৩-৮৪, ১৯৮৫-৮৬, ১৯৮৭-৮৮, ১৯৮৯-৯০ এবং ২০১৯-২০)। গত মরসুমে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি।

একটা ম্যাচ জিতলেই শিরোপা
IPL 2025: সোমবার ইডেনে প্রতিপক্ষ গুজরাট, ডি'কক-র পরিবর্তে গুরবাজকে খেলানোর পরিকল্পনা নাইটদের!
একটা ম্যাচ জিতলেই শিরোপা
Kalinga Super Cup 25: প্রথম ম্যাচেই সুপার কাপ থেকে বিদায়! দলের পরাজয়ে হতাশ ইস্টবেঙ্গল কোচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in