লক্ষ্য সেন
লক্ষ্য সেনছবি SAI Media-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

India Open: বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ইন্ডিয়া ওপেনের খেতাব জিতলেন ভারতীয় তরুণ লক্ষ্য সেন

প্রথম ভারতীয় শাটলার হিসেবে অভিষেকেই ইন্ডিয়া ওপেনে পুরুষদের সিঙ্গেলস খেতাব জিতে নজির গড়লেন লক্ষ্য। ৫৪ মিনিটের লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে নতুন মুকুট নিজের মাথায় লাগালেন তিনি।

বিশ্বচ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিন ইউকে হারিয়ে ইন্ডিয়ান ওপেনে 'লক্ষ্যভেদ' করলেন ভারতীয় তরুণ লক্ষ্য সেন। রবিবার বিডব্লিউএফ বিশ্ব ট্যুর সুপার ৫০০ সিরিজের প্রতিযোগিতা ইন্ডিয়া ওপেনের ফাইনালে দুরন্ত জয় অর্জন করলেন আলমোড়ার ২০ বছর বয়সী শাটলার। ফাইনালে সিঙ্গাপুরের প্রতিপক্ষের বিরুদ্ধে লক্ষ্যের ফলাফল ২৪-২২, ২১-১৭।

প্রথম ভারতীয় শাটলার হিসেবে অভিষেকেই ইন্ডিয়া ওপেনে পুরুষদের সিঙ্গেলস খেতাব জিতে নজির গড়লেন লক্ষ্য। ৫৪ মিনিটের লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে নতুন মুকুট নিজের মাথায় লাগালেন তিনি। উল্লেখ্য গত ডিসেম্বরেই কিদম্বী শ্রীকান্তকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন সিঙ্গাপুরের লো কিন ইউ।

মেগা ফাইনালে এদিন প্রথম সেটে হাড্ডা হাড্ডি লড়াই হয় দুই প্রতিপক্ষের মধ্যে। তবে লো কিনের একাধিক আনফোর্সড এররের সুবিধা পান ভারতীয় তরুণ শাটলার। ২৪-২২ ব্যবধানে প্রথম সেট নিজের করে রাখেন তিনি। দ্বিতীয় গেমে অবশ্য লো'কে পাত্তাই দেননি লক্ষ্য। ২১-১৭ সেটে হারিয়ে বাজিমাৎ করেন ভারতের তরুণ প্রতিভা।

পাশাপাশি পুরুষদের ডবলস খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ফাইনালে শীর্ষবাছাই জুটি ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান ও হেন্দ্রা সেতিওয়ানকে ২১-১৬, ২৬-২৪ ফলে হারিয়ে শিরোপা জেতেন দ্বিতীয় বাছাই ভারতীয় জুটি।

লক্ষ্য সেন
ISL 2021-22: স্থগিত মুম্বই সিটি এফসি বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in