ISL 2021-22: স্থগিত মুম্বই সিটি এফসি বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ
মুম্বই সিটি এফসি বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ স্থগিত রাখা হলো। কেরালা ব্লাস্টার্সের কাছে ম্যাচের জন্য প্রয়োজনীয় সংখ্যক খেলোয়াড় না থাকায় মেডিক্যাল টিমের সাথে আলোচনা করে ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইএসএল কর্তৃপক্ষ। পরবর্তী কোনো তারিখে এই ম্যাচটি আয়োজন করা হবে।
রবিবার ভাস্কো দা গামার তিলক ময়দান স্টেডিয়ামে চলতি আইএসএলের ৬২ তম ম্যাচে মাঠে নামার কথা ছিলো মুম্বই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্সের। তবে ম্যাচের জন্য প্রয়োজনীয় সংখ্যক খেলোয়াড় নেই লীগ টেবিলের শীর্ষে থাকা কেরালার। লীগ স্কোয়াডের সমস্ত খেলোয়াড় এবং সহায়ক স্টাফ ও খেলার সাথে জড়িত অন্যান্যদের নিরীক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চিকিৎসা বিশেষজ্ঞদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে আইএসএল কর্তৃপক্ষ। তাই মেডিক্যাল টিমের সাথে আলোচনা করে আরও একটি ম্যাচ স্থগিত করলো আয়োজকরা।
এই নিয়ে চলতি আইএসএলে তৃতীয়বার স্থগিত রাখা হলো ম্যাচ। এর আগে ফুটবলাররা কোভিড আক্রান্ত হওয়ায় এটিকে মোহনবাগান বনাম ওড়িশা ফুটবল ক্লাব এবং এটিকে মোহনবাগান বনাম এসসি ব্যাঙ্গালুরুর ম্যাচকে স্থগিত রাখা হয়েছিলো।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

