BWF World Tour Finals: নক আউট পর্বে জায়গা করে নিলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন

ভারতের প্রথম পুরুষ ডাবলস জুটি হিসেবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জায়গা করে নেওয়া সাত্ত্বিক এবং চিরাগ জুটিকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে। সাত্বিকের হাঁটুর চোটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ডবলস জুটি।
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুফাইল ছবি অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বিডব্লিউএফ (BWF) ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে মহিলা সিঙ্গেলসের গ্রুপ এ-এর দ্বিতীয় ম্যাচে জার্মান প্রতিপক্ষ ইভোনে লি'কে স্ট্রেট সেটে হারিয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছেন ভারতের হয়ে ডবল অলিম্পিক পদক বিজয়ী শাটলার। বৃহস্পতিবার বিশ্বের ২৩ নম্বর লি'কে ২১-১০, ২১-১৩ ব্যবধানে হারিয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু। প্রথম ভারতীয় শাটলার হিসেবে ২০১৮ সালে এই খেতাব জিতেছিলেন সিন্ধু। আবারও তাঁর হাত ধরে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের খেতাব জয়ের স্বপ্ন দেখছে দেশবাসী। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টুর্নামেন্টের শীর্ষ বাছাই থাইল্যান্ডের পর্নপাউয়ি চোচুয়োং বিরুদ্ধে কোর্টে নামবেন বিশ্বের সাত নম্বর শাটলার সিন্ধু।

সিন্ধু নক আউট পর্বে জায়গা করে নিলেও পুরুষদের সিঙ্গেলসে গ্রুপ পর্বে নিজের দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে কিদম্বী শ্রীকান্তকে। বিশ্বের ১৪ নম্বর তারকা শ্রীকান্ত তিনবারের জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন থাইল্যান্ডের কুনলাভুত ভিটিডসার্নের কাছে স্ট্রেট সেটে হেরেছেন। ভিটিডসার্নের পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৮, ২১-৭। গ্রুপ বি-এর শেষ ম্যাচে শ্রীকান্ত খেলবেন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি জি জিয়ার বিপক্ষে।

অন্যদিকে ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেন সহজেই নক আউট পর্বে জায়গা করে নিয়েছেন। বুধবার ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে স্ট্রেট সেটে হেরেছেন আলমোড়ার ২০ বছর বয়সী শাটলার। তবে গ্রুপ এ-থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন কেনতো মোমোতা এবং রাসমাস জেমকে। তাই এই গ্রুপ থেকে অ্যাক্সেলসেন এবং লক্ষ্য নক আউট পর্বে জায়গা করে নিয়েছেন।

মহিলাদের ডবলসে টানা দ্বিতীয় ম্যাচ হারলেন অশ্বিনী পোন্নাপ্পা এবং এন সিকি রেড্ডি জুটি। বুধবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বুলগেরিয়ার গ্যাব্রিয়েলা স্তোয়াভা-স্টেফানি স্তোয়াভার কাছে লড়াই করেও ১৯-২১, ২০-২২ ব্যবধানে পরাজিত হয়েছেন। ভারতের প্রথম পুরুষ ডাবলস জুটি হিসেবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জায়গা করে নেওয়া সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেটি জুটিকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে। সাত্বিকের হাঁটুর চোটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন ডবলস জুটি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in