Indonesian Masters: ইন্দোনেশিয়ান মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য ও জর্জ, বিদায় প্রণয়-শ্রীকান্তের

People's Reporter: বুধবার চীনের ওয়েং-র মুখোমুখি হন ভারতের লক্ষ্য সেন। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু'জনের মধ্যে।
লক্ষ্য সেন
লক্ষ্য সেনফাইল ছবি SAI Media-র এক্স হ্যান্ডেলের সৌজন্যে

ইন্দোনেশিয়ান মাস্টার্সের পুরুষদের সিঙ্গেলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতের লক্ষ্য সেন এবং কিরন জর্জ। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন এইচ এস প্রণয় এবং কিদম্বি শ্রীকান্ত।

বুধবার চীনের ওয়েং-র মুখোমুখি হন ভারতের লক্ষ্য সেন। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই চলে দু'জনের মধ্যে। প্রথম সেটে চীনা প্রতিপক্ষকে ২৪-২২ ব্যবধানে হারান লক্ষ্য। প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি লক্ষ্য। দ্বিতীয় সেট জেতেন ২১-১৫ ব্যবধানে।

অন্য ম্যাচে কিরণ জর্জের সামনে ছিলেন ফ্রান্সের টোমা পোপোভ। প্রথমে সেট ১৮-২১ ব্যবধানে হারের পর দুরন্ত কামব্যাক করেন ২০২২ ওড়িশা ওপেন জয়ী কিরণ জর্জ। পরের দুই সেট জেতেন ২১-১৬ এবং ২১-১৯ পয়েন্টে।

লক্ষ্য এবং জর্জ দ্বিতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করলেও পরের রাউন্ডে উঠতে ব্যর্থ হলেন কিদম্বি শ্রীকান্ত এবং এইচ এস প্রণয়। শ্রীকান্ত হারেন মালয়েশিয়ার লি জি জিয়ার কাছে। ম্যাচের ফলাফল হয় ২১-১৯, ১৪-২১ এবং ১১-২১।

সিঙ্গাপুরের লোহ কিন ইউ-র কাছে হারতে হয় প্রণয়কে। ২১-১৮ ব্যবধানে প্রথম সেট জেতেন লোহ। পরের সেট ২১-১৯ পয়েন্টে জেতেন প্রণয়। কিন্তু তৃতীয় সেটে ভারতীয় শাটলারকে দাঁড়াতেই দেননি লোহ। ২১-১০ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যান সিঙ্গাপুরের প্রতিপক্ষ।

লক্ষ্য সেন
IND vs ENG: 'আমি ভিসা অফিসে বসে নেই' - ইংল্যান্ডের তরুণ স্পিনারের ভিসা সমস্যা নিয়ে মন্তব্য রোহিতের
লক্ষ্য সেন
Kalinga Super Cup: সেমিতে নামার আগে রেফারিং নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল কোচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in