Kalinga Super Cup: সেমিতে নামার আগে রেফারিং নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল কোচ

People's Reporter: কুয়াদ্রাত বলেন, ডার্বিতে মোহনবাগানের অন্তত তিন জন ফুটবলারের লাল কার্ড দেখার কথা। কিন্তু কোনও হলুদ কার্ড দেখানো হয়নি। এই ধরনের রেফারিং খুবই খারাপ।
জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল
জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গলছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

বুধবার সুপার কাপ সেমিফাইনালে কলিঙ্গ স্টেডিয়ামে জামশেদপুর এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। টানা সাত ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি অষ্টম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী লাল হলুদ ব্রিগেড। তবে সেমিতে নামার আগে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

কুয়াদ্রাত বলেন, "ডার্বিতে মোহনবাগানের অন্তত তিন জন ফুটবলারের লাল কার্ড দেখার কথা ছিল। কিন্তু আমাদের ফুটবলারকে কড়া ট্যাকেল করার পরেও কোনও হলুদ কার্ড দেখানো হয়নি। এই ধরনের রেফারিং খুবই খারাপ।"

বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন বোরহা হেরেরা। কিন্তু পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে সেমি ফাইনালে খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের এই বিদেশি মিডফিল্ডার। তাঁর অনুপস্থিতিতে আসন্ন ম্যাচের জন্য মাঝমাঠে বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করতে হবে ইস্টবেঙ্গলকে। এই নিয়ে কোচ জানান, "বোরহা কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবে না। খারাপ রেফারির কারণে কার্ড দেখতে হয়েছে ওকে। একটা ফাউলের জন্য তিন জনকে কার্ড দেখানো হয়। এটা ঠিক নয়।"

জামশেদপুরের বিরুদ্ধে সেমিতে ধারে ও ভারে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। একটা সময় লাল-হলুদেরও কোচ ছিলেন জামশেদপুরের বর্তমান কোচ খালিদ জামিল। সেই বিষয়ে কুয়াদ্রাত বললেন, "জামিল ভারতীয় ফুটবলে পরিচিত নাম। ওর প্রশিক্ষণে জামশেদপুর পর পর ম্যাচ জিতছে। তবে সেমিফাইনাল সব সময়ই কঠিন লড়াই। তাই জয়ের জন্য খেলতে হবে। আমাদের রক্ষণ ভালো। সুযোগ তৈরি করতে হবে আমাদের। মানসিক ভাবে আমরা এখন অনেকটাই চাঙ্গা। ট্রফির জন্য লড়াই করা ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছে গিয়েছিলাম। এবার এখানেও ফাইনালে পৌঁছনোর জন্য লড়াই করছি। আমরা এখনও ফাইনালে পৌঁছনো থেকে এক ধাপ দূরে। দলের সবাই বড় ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছে"।

জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল
Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে নোভাক জকোভিচ, সেমিতে কোকো গাফও
জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল
ICC: আইসিসির বর্ষসেরা ক্রিকেট টিমের অধিনায়ক সূর্যকুমার! তালিকায় আরও ৩ ভারতীয়

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in