
প্রকাশ্যে নাইটদের নতুন জার্সি। রঙ একই থাকলেও বেশ কিছু চমক রয়েছে এবারের জার্সিতে। ৩টি তারা রয়েছে জার্সিতে। একটি ভিডিও-র মাধ্যমে তা সকলের সামনে তুলে ধরা হয়েছে।
২০১২, ২০১৪ এবং ২০২৪, মোট ৩ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। এবারে কেকেআরের নতুন ভিডিওতে নাইটদের ৩ বার ট্রফি জয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন জার্সিতে দলের লোগোর উপরে রয়েছে তিনটে তারা। জার্সির হাতে রয়েছে টাটা আইপিএলের গোল্ডেন লোগো। জার্সির রং বেগুনি আর সোনালী থাকলেও, ডিজইন আলাদা করা হয়েছে। রং গতবারের থেকে আরও উজ্জ্বল।
কেকেআরের নতুন ভিডিওতে রয়েছেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, ময়াঙ্ক মারকাণ্ডে, লভনীত সিসোদিয়ারা। ভিডিয়োতে কলকাতার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। উত্তর কলকাতার রাস্তা, হলুদ ট্যাক্সি, মাটির ভাঁড়ে চা, ইলিশ মাছ সবকিছুই রয়েছে ভিডিয়োতে।
তবে ভিডিওতে বাড়তি গুরুত্ব পেয়েছে ৩ সংখ্যাটি। অর্থাৎ তিনবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ। ৩টি চায়ের কাপ, ৩টি মাছ যেমন আছে তেমনই আছে ৩ পিস ফুচকাও। রাতের আকাশে ৩টি তারাও দেখানো হয়েছে। প্রথমটি তারা ২০১২, দ্বিতীয়টি ২০২৪ এবং তৃতীয়টি ২০২৪ সালে চ্যাম্পিয়নের প্রতীক।
তবে এখনও দলের অধিনায়কের নাম ঘোষণা না হলেও যেভাবে সব ছবি আর ভিডিওতে ভেঙ্কটেশ আইয়ার আছে তাতে আশা করাই যায় যে ভেঙ্কটেশ আইয়ার নতুন নাইট অধিনায়ক হতে চলেছেন। সূত্রের খবর সোমবারই হয়তো অধিনায়কের নাম ঘোষণা করতে পারে নাইট শিবির। কে কে আরের ফেসবুক পেজের এক পোস্টেই জল্পনা বেড়েছে। একটি পোস্টে লেখা আছে তারিখ ৩, মাস ৩ (মার্চ) দুপুর ৩টে ৩৩মিনিট নাগাদ বিশেষ কিছু অপেক্ষা করছে সকলের জন্য। ওই সময়ই অধিনায়কের নাম ঘোষণা করা হলেও হতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন