Virat Kohli: বেটিং অ্যাপে প্রতারণার ছক, ভাইরাল কোহলির ডিপফেক ভিডিও!

People's Reporter: নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে বিরাট কোহলির ডিপফেক ভিডিও। ভিডিওটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে বোঝাই যাবে না যে সেটি ভুয়ো।
বিরাট কোহলি
বিরাট কোহলিফাইল ছবি সংগৃহীত
Published on

এবার ডিপফেক ভিডিও-র শিকার হলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। তাঁর ছবি এবং গলার আওয়াজ ব্যবহার করে বেটিং অ্যাপের প্রচার চালানো হচ্ছে বলেই অভিযোগ। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে বিরাট কোহলির ডিপফেক ভিডিও। ভিডিওটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে বোঝাই যাবে না যে সেটি ভুয়ো। ভিডিও-র প্রথমেই জনপ্রিয় এক সংবাদমাধ্যমের সঞ্চালিকার অডিও-ভিস্যুয়াল ব্যবহার করা হয়েছে। তারপর থেকে 'ভুয়ো' বিরাট গেমিং অ্যাপের প্রমোশন করছেন।

ভিডিওতে কোহলির কন্ঠস্বর ব্যবহার করে বলা হচ্ছে, এই বেটিং অ্যাপের মাধ্যমে সকলে কম অর্থ বিনিয়োগ করে বেশি আয় করতে পারবেন। ৫০০, ১০০০ এবং ২০০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। ব্যক্তিগতভাবে এই অ্যাপ ব্যবহারের জন্য সকলকে পরামর্শ দেবো।

যদিও পরে জানা যায় ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। বিরাট কোহলি এই ধরণের কোনো বিজ্ঞাপনই করেননি।

এর আগে ভাইরাল হয়েছিল শচীন তেন্ডুলকরের ডিপফেক ভিডিও। ওই ভিডিওতে দেখা গিয়েছিল 'স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট' (Skyward Aviator Quest) নামে এক গেমিং অ্যাপের প্রচার করছেন 'ভুয়ো' শচীন। ভিডিওটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন শচীন তেন্ডুলকর।

তিনি বলেছিলেন, "এটা সম্পূর্ণ ভুয়ো ভিডিও। প্রযুক্তির ব্যাপক অপব্যবহার দেখে সত্যি বিরক্ত লাগছে। সকলের কাছে অনুরোধ করছি যে এই ধরণের ভিডিও, বিজ্ঞাপন এবং অ্যাপে প্রচুর পরিমাণে রিপোর্ট করুন"। এছাড়া ডিপফেক ভিডিও-র শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন, রশ্মিকা মন্ধানা, আলিয়া ভাট, কাজল, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড অভিনেতা-অভিনেত্রীরা।

বিরাট কোহলি
Sachin Tendulkar: ভাইরাল শচীনের ডিপফেক ভিডিও! দ্রুত পদক্ষেপের আর্জি তারকা ক্রিকেটারের
বিরাট কোহলি
Manoj Tiwari: ভারতীয় ক্রিকেট বোর্ড চালাচ্ছে রাজনীতির লোকেরা! অবসর নিয়েই বিস্ফোরক মনোজ তিওয়ারি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in