IND vs SA: সেঞ্চুরিয়ানে ইতিহাস রাহুলের! প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সেঞ্চুরির নজির

People's Reporter: কে এল রাহুলই একমাত্র বিদেশী ক্রিকেটার যিনি দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান স্টেডিয়ামে দুটি শতরান করেছেন।
সেঞ্চুরির পর কে এল রাহুল
সেঞ্চুরির পর কে এল রাহুলছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

প্রথম বিদেশী টেস্ট ব্যাটার হিসেবে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় সেঞ্চুরি করলেন কে এল রাহুল। ২০২১ সালের পর ২০২৩ সালেও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে শতরান এলো রাহুলের ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই নজির গড়লেন লোকেশ রাহুল। শুধু নিজের রেকর্ডই নয়, দলকেও লড়াইয়ের মধ্যে ফেরালেন। মঙ্গলবার ৭০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন রাহুল। হাতে ছিল মার ২ উইকেট। দ্বিতীয় দিনের শুরু থেকেই কার্যত আক্রমণাত্মক খেলতে শুরু করেন। তবে একটা সময় মনে হচ্ছিল নন-স্ট্রাইকারে দাঁড়িয়ে থেকেই হয়তো রাহুলের শতরান হাতছাড়া হবে। কিন্তু ৬ মেরে নিজের সেঞ্চুরি সম্পন্ন করেন। ১৩৭ বলে ১০১ রান করে আউট হন রাহুল।

কে এল রাহুলই একমাত্র ক্রিকেটার যিনি দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান স্টেডিয়ামে দুটি শতরান করেছেন। ২০২১ সালে ২৬০ বলে ১২৩ রান করেছিলেন। সেই সময় অবশ্য ওপেনার হিসেবে নেমেছিলেন তিনি। ওই টেস্ট ভারত জিতেছিল ১১৩ রানে। এছাড়া টেস্ট ক্রিকেটে নিজের অষ্টম শতরানও করে ফেললেন তিনি।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত বোলিং করেছেন কাগিসো রাবাডা। ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাঁর শিকারের তালিকায় আছে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুর। এছাড়া ৩ উইকেট নিয়েছেন নানদ্রে বার্গার। ১টি করে উইকেট পেয়েছেন জানসেন ও কোয়েটজি।

ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ রানে ১ উইকেট হারিয়েছে দক্ষিন আফ্রিকা। ভারতের হয়ে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ।

সেঞ্চুরির পর কে এল রাহুল
WFI: এবার বিদ্রোহী ভীনেশ, বজরং-বীরেন্দরের পর জাতীয় পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত কুস্তিগীরের
সেঞ্চুরির পর কে এল রাহুল
IPL 2024: আফগান ক্রিকেটার না পাওয়ায় চাপে নাইটরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in