
আইপিএল শুরুর আগেই ধাক্কা নাইট শিবিরে। চোটের কারণে গোটা মরসুম থেকে ছিটকে গেলেন পেসার উমরান মালিক। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে চেতন সাকারিয়াকে।
২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মরসুম শুরুর আগেই উমরানের ছিটকে যাওয়া নিঃসন্দেহে নাইট শিবিরে খারাপ খবর। তবে পেস বোলার ছিটকে গেলেও যথেষ্ট আত্মবিশ্বাসী অন্যান্য ক্রিকেটাররা।
রবিবার এক বিবৃতিতে কেকেআর জানায়, "কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২০২৫ সালের টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন সংস্করণের জন্য উমরান মালিকের পরিবর্তে চেতন সাকারিয়াকে বেছে নিয়েছে। ইনজুরির কারণে উমরান মালিক এই মরশুমে খেলতে পারবেন না। সাকারিয়া ভারতের হয়ে একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন এবং ১৯টি আইপিএল ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ২০টি উইকেট নিয়েছেন। বাঁহাতি মিডিয়াম পেসার সাকারিয়া ৭৫ লক্ষ টাকার বিনিময়ে কেকেআরে যোগ দিয়েছেন"।
২০২১ সালে জম্মু ও কাশ্মীরের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরমেন্সের জেরে ২০২২ মরসুমে জাতীয় দলেও ডাক পান। ২০২২ সালে হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচে ২২টি উইকেট তুলে নেন। ওই মরসুমে ইমার্জিং প্লেয়ারের পুরস্কারও জেতেন। তারপর দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। লাগাতার চোট পাওয়ার কারণে তাঁকে ছেড়ে দেয় হায়দরাবাদ।
২০২৫ আইপিএল মেগা নিলাম ৭৫ লক্ষ টাকায় উমরানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই আইপিএল-এ জম্মু ও কাশ্মীরের এই পেসারকে দেখা যাবে না বল করতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন