Kanyashree Cup: বুধবার থেকে শুরু কন্যাশ্রী কাপ, এবারেও নেই মোহনবাগান

People's Reporter: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন।
বুধবার থেকে শুরু হচ্ছে কন্যাশ্রী কাপ
বুধবার থেকে শুরু হচ্ছে কন্যাশ্রী কাপছবি - সংগৃহীত
Published on

আগামী বুধবার ইস্টবেঙ্গল মাঠে দুপুর দেড়টায় কন্যাশ্রী কাপ উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন।

কন্যাশ্রী কাপ উদ্বোধনের দিন উপস্থিত থাকতে পারেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বনির্ভর গোষ্ঠী এবং বন ও পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সন্ধ্যারানি টুডু এবং দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। এছাড়াও উপস্থিত থাকবেন অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়, সোমা বিশ্বাস, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী সহ এক ঝাঁক প্রাক্তন পুরুষ ও মহিলা ফুটবলার।

প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ কোষাধক্ষ্য দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, সহ সচিব সুফল রঞ্জন গিরি, নজরুল ইসলাম। এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, "কলকাতা লিগের পরে এই টুর্নামেন্টেও আমরা সাফল্য পাবো। সেটাই আশা করছি। এরপরই আইএফএ শিল্ড। আমরা ধীরে ধীরে এগোচ্ছি।"

যদিও এবারেও কন্যাশ্রী কাপে খেলবে না মোহনবাগান। তাদের দল না হওয়ায় খেলবে না বলে সবুজ মেরুন ব্রিগেড সূত্রে খবর।

উল্লেখ্য, ২০২২-২৩ কন্যাশ্রী কাপে জয়ী হয়েছিল ইস্টবেঙ্গল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে হারিয়েছিল তারা।

বুধবার থেকে শুরু হচ্ছে কন্যাশ্রী কাপ
Cricket World Cup 2023: বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে ছবি! অজি অলরাউন্ডারের কাজে নিন্দার ঝড়
বুধবার থেকে শুরু হচ্ছে কন্যাশ্রী কাপ
'স্টিম্যাচের সাথে কাজ করতে সমস্যা হয়েছিল' - কুয়েত ম্যাচের পর আর কী জানালেন সন্দেশ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in