

কুয়েতকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের অভিযান শুরু করল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিশ্বকাপ ২০২৬ ও এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই পর্বের শুরুতেই তিন পয়েন্ট অর্জন করল তারা। কুয়েত সিটির জাবের আল আহমেদ স্টেডিয়ামে মনবীর সিংয়ের গোলে বহু প্রতীক্ষিত জয় পান সুনীল ছেত্রীরা।
বৃহস্পতিবার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারত। তার ওপর সমর্থকদের গর্জন তাঁদের আরও তাতিয়ে তোলে। সারা ম্যাচে একাধিক সুযোগ তৈরির পর ৭৫ মিনিটের মাথায় ছাংতের দুরন্ত পাসে মোহনবাগান সুপার জায়ান্টের তারকা মনবীর সিংয়ের অসাধারণ গোলে জয় পায় ভারত।
ম্যাচের পরে ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান বললেন, 'বেশ কয়েক বছর ধরে ইগর স্টিম্যাচের সঙ্গে কাজ করছি আমরা। ও দলের সঙ্গে যুক্ত হওয়ার পর একটু সমস্যা হয়েছিল। তবে তাঁর ভাবনার সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হয়েছে আমাদের। কিন্তু তাতে আমাদের লাভ হয়েছে। অনেক নতুন ফুটবলার উঠে এসেছে। নতুন একটা দল তৈরি হয়েছে। যারা এই মুহূর্তে খুব ভালো ফুটবল খেলছে'।
পাশাপাশি তিনি বলেন, 'আমরা এখন বড় দলের সঙ্গে একেবারেই ভয় পাই না। অনেক দলকেই আমরা হারিয়েছি। আমি নিজেও প্রতিদিন কিছু না কিছু শিখছি। নিজের খেলার উন্নতি করছি। আমি সত্যি খুব খুশি। নতুনদের এই পারফরম্যান্স সত্যি দলকে অনেক ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাবে।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন