Kanyashree Cup 2025: চূড়ান্ত গ্রুপ বিন্যাস, কবে থেকে শুরু কন্যাশ্রী কাপ?

People's Reporter: গ্রুপ পর্যায়ের খেলা শেষ হবে ১৩ মে। শুক্রবার আইএফএ অফিসে আইএফএ উইমেন্স কমিটি ও প্রিমিয়ার এ-র দলগুলিকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
Kanyashree Cup 2025: চূড়ান্ত গ্রুপ বিন্যাস, কবে থেকে শুরু কন্যাশ্রী কাপ?
ছবি - সংগৃহীত
Published on

আগামী মাসে শুরু হতে চলেছে কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ ডিভিশনের খেলা। আগামী ২৪ এপ্রিল দীপ্তি সংঘ বনাম চাঁদনী স্পোর্টিং ক্লাব ও সুরুচি সংঘ বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা দিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

গ্রুপ পর্যায়ের খেলা শেষ হবে ১৩ মে। শুক্রবার আইএফএ অফিসে আইএফএ উইমেন্স কমিটি ও প্রিমিয়ার এ-র দলগুলিকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস করা হয়। গতবারের চ্যাম্পিয়ন শ্রীভূমি এফসি এবং রানার্স আপ ইস্টবেঙ্গল ক্লাবকে যথাক্রমে গ্রুপ এ ও গ্রুপ বি-তে রেখে এই গ্রুপ বিন্যাস করা হয়।

গ্রুপ এ-তে অন্যান্য যে দল গুলো রয়েছে তারা হল দীপ্তি সংঘ, চাঁদনী স্পোর্টিং ক্লাব, সুরুচি সংঘ, মহামেডান স্পোর্টিং ক্লাব, বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতি, এস এস বি উইমেন্স ও সাদার্ন সমিতি।

গ্রুপ বি তে খেলছে মৈত্রী সংঘ, সরোজিনী নাইডু ও এস সি, সেবায়নি এস ডাবলু ও, কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টস ক্লাব, জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব এবং ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব।

গ্রুপ বিন্যাসের পাশাপাশি এই বৈঠকে প্রতিযোগিতার মর্ডালিটিজ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিটি ও ক্লাব প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ণ সাহা, সহসচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল এবং এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।

Kanyashree Cup 2025: চূড়ান্ত গ্রুপ বিন্যাস, কবে থেকে শুরু কন্যাশ্রী কাপ?
IPL 2025: 'বিরাটের বিরুদ্ধে বল করতে মুখিয়ে আছি' - ইডেনে নামার আগে জানালেন বরুণ চক্রবর্তী
Kanyashree Cup 2025: চূড়ান্ত গ্রুপ বিন্যাস, কবে থেকে শুরু কন্যাশ্রী কাপ?
IPL 2025: ইডেনে কলকাতার ম্যাচ মাটি করতে ধেয়ে আসছে 'কালবৈশাখী'! পূর্বাভাস আবহাওয়া দফতরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in