
শনিবার আইপিএল-র উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাটকে বল করতে মুখিয়ে রয়েছেন কলকাতার তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। কিং কোহলির জন্য আলাদা করে অনুশীলনও করেছেন তিনি।
বৃষ্টির ভ্রূকুটি থাকলেও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, বৃষ্টি শেষ হলে ৪০ মিনিটেই খেলা শুরু করা যাবে। কেকেআর তথা ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী কীভাবে থামাবেন কোহলি কে?
সাংবাদিক সম্মেলনে বরুণ বলেন, "কোহলির বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। ও আমার বিরুদ্ধে ভালোই ব্যাট করেছে আগে। তাই এবার ওর বিরুদ্ধে ভালো করে বল করতে চাই। আসল বিষয় হচ্ছে ধারাবাহিকতা, যেটা করা কঠিন এবং আমি ধারাবাহিকতা ধরে রাখার জন্য টানা কাজ করে চলেছি। অবশ্যই, আমি বোলিংয়ে আরও কিছু ভ্যারিয়েশন নিয়ে কাজ করছি, আশা করছি আগামী দিনে সেগুলো কাজে লাগাতে পারব।"
কেকেআর-এর দলে গতবারের থেকে অনেক বদল এসেছে বলেই মত বরুণের। তিনি বলেন, 'আইপিএলের মজাটাই এটা। আপনি ট্রফি জিতলেও দলটা পরিবর্তন হয়। নিলামে সবকিছু সবার হাতে থাকে না। তবে আমাদের দলে অন্তত ন’জনকে ধরে রাখা হয়েছে। এটা খুবই ভালো দিক। আশা করি প্রথম ম্যাচ থেকেই আমরা ছন্দে থাকব। এবারেও ট্রফি জয় আমাদের পাখির চোখ।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন