

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হারতে হল টিম ইন্ডিয়াকে। ফের ব্যর্থ হলেন তারকা ব্যাটার বিরাট কোহলি। ভারতের হারের পরই সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন। অনেকে মনে করছেন বিরাট কোহলির উদ্দেশ্যে সেই পোস্ট।
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই শেষ হওয়ার পরই নিজের এক্স হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেন অশ্বিন। যেখানে বিশ্বের জনপ্রিয় এক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার লোগো এবং নীচে লেখা ‘JUST LEAVE IT.’ অনেকেই মনে করছেন অশ্বিন এই পোস্টটি করেছেন বিরাট কোহলির জন্য। আবার কেউ কেউ মনে করছেন গম্ভীরের উদ্দেশ্যে এই পোস্ট।
এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘জাস্ট লিভ ইট: এটা কোনও বড় খবরের ইঙ্গিত দিতে পারে। হয়তো বিরাট কোহলির অবসর সম্পর্কে এই পোস্ট’। অন্য একজন লেখেন, “এটা কি গম্ভীরের জন্য নাকি বিরাট কোহলির জন্য?”
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে শূন্য রান করার পর দ্বিতীয় ম্যাচেও শূন্য রানেই ফিরতে হয় বিরাট কোহলিকে। নিজের ওডিআই কেরিয়ারে এই প্রথম কোহলিকে পর পর দুটি ম্যাচে শূন্য রানে ফিরতে হয়েছে। রোহিত শর্মা ৭৩ রান করলেও দ্বিতীয় ম্যাচ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এর ফলে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়ে সিরিজ জয় করেছে অস্ট্রেলিয়া।
নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৬৪ রান। অস্ট্রেলিয়ার পক্ষে মাইকেল স্টার্ক ৬২ রান দিয়ে ২টি, জেভিয়ার বারটলেট ৩৯ রানে ৩টি এবং অ্যাডাম জাম্পা ৬০ রান দিয়ে ৪টি উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬৫ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন ম্যাট শর্ট। এছাড়াও কুপার কনোলির ৬১, মিচেল ওয়েনের ৩৬ এবং ট্র্যাভিস হেডের ২৮ রান অস্ট্রেলিয়াকে নির্ধারিত ওভার শেষের আগেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেয়। ম্যাচের সেরা নির্বাচিত হন অ্যাডাম জাম্পা।
উল্লেখ্য, বিরাট কোহলি টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। চলতি বছর এখনও পর্যন্ত মোট ৯টি একদিনের ম্যাচ খেলেছেন, রান করেছেন ২৭৫। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ ম্যাচে ২১৮ রান করেছিলেন তিনি। গড় ছিল ৫৪.৫০। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পাশাপাশি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করেছিলেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন