অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিবসীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়ালো ভারত। এরপর সিডনিতে ২৫ অক্টোবরের তৃতীয় একদিনের আন্তর্জাতিক নিয়মরক্ষার ম্যাচে পরিণত হল। একদিনের ম্যাচের অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই পরাজয়ের মুখ দেখলেন অধিনায়ক শুভমন গিল।
পারথের ম্যাচে পরাজয়ের পর এদিনের অ্যাডিলেডের ম্যাচে ভারতীয় সমর্থকরা ভারতের জয় আশা করলেও ২ উইকেটে পরাজিত হতে হল ভারতকে। গত ম্যাচের মতই এদিনও শূন্য রানে ফেরেন বিরাট কোহলী। যদিও অস্ট্রেলিয়ার সামনে ২৬৪ রানের লক্ষ্য খাড়া করে ভারত।
এদিনও টসে পরাজিত হন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নিজের ৯ রানের মাথায় ফিরে যান শুভমন। এরপর মাত্র ৪ বল খেলে শূন্য রানে প্যাভেলিয়নের পথ ধরেন বিরাট কোহলী।
ভারতের পক্ষে রোহিত শর্মা সর্বোচ্চ ৭৩ রান করেন। এছাড়াও শ্রেয়স আইয়ারের ৭৭ বলে ৬১ রান এবং অক্ষর প্যাটেলের ৪১ বলে ৪৪ রান ভারতের রানকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। শেষের দিকে হর্ষিত রানার ১৮ বলে ২৪ রান উল্লেখযোগ্য। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৬৪ রান। অস্ট্রেলিয়ার পক্ষে মাইকেল স্টারক ৬২ রান দিয়ে ২টি, জেভিয়ার বারটলেট ৩৯ রানে ৩টি এবং অ্যাডাম জাম্পা ৬০ রান দিয়ে ৪টি উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬৫ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন ম্যাট শর্ট। এছাড়াও কুপার কনোলির ৬১, মিচেল ওয়েনের ৩৬ এবং ট্র্যাভিস হেডের ২৮ রান অস্ট্রেলিয়াকে নির্ধারিত ওভার শেষের আগেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেয়। ম্যাচের সেরা নির্বাচিত হন অ্যাডাম জাম্পা।
ভারতের পক্ষে মহম্মদ সিরাজ ৪৯ রানের বিনিময়ে ১টি, আরশদীপ সিং ৪১ রানের বিনিময়ে ২টি, হর্ষিত রানা ৫৯ রানে ২টি, ওয়াশিংটন সুন্দর ৩৭ রানে ২টি এবং অক্ষর প্যাটেল ৫২ রান দিয়ে ১টি উইকেট পান।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন