চেন্নাইয়ের জার্সিতে বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর ৪৩ রান করলেই চেন্নাইয়ের জার্সিতে ৫০০০ রান পূর্ণ করবেন তিনি। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটানসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ফাইনালে 'ক্যাপ্টেন কুল'-র ব্যাট থেকে বড় ইনিংস দেখার অপেক্ষায় মাহি ভক্তরা।
চেন্নাইয়ের হয়ে এখনও পর্যন্ত ২১৩ ইনিংস খেলে ৩৯ গড়ে ৪৯৫৭ রান করেছেন ধোনি। হাফ-সেঞ্চুরি করেছেন ২৩টি। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৪৮ বলে ৮৪ রান করে অপরাজিত ছিলেন। এটিই আইপিএলে ধোনির সর্বোচ্চ রানের ইনিংস।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরশুমেই চেন্নাইয়ের জার্সি তুলে নিয়েছিলেন ধোনি। প্রথম সংস্করণে ১৬ ম্যাচ খেলে ৪১৪ রান করেছিলেন ক্যাপ্টেন কুল। শেষ দুই মরশুমে ব্যাট হাতে সেভাবে দেখা যায়নি তাঁকে। ২০২১ সালে ১৬ ম্যাচে করেন মাত্র ১১৪ রান। ওই বছরই নিজেদের চতুর্থ আইপিএল খেতাব জেতে সুপার কিংস। গত মরশুমে ১৪ ম্যাচে করেন ২৩২ রান। হাফ-সেঞ্চুরি করেন একটি।
আগামী রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই দলের মধ্যে যে দল বিজয়ী হবে, তারা সিএসকের বিপক্ষে ফাইনাল খেলবে আমেদাবাদে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন