IPL 2023: লখনউয়ের বিপক্ষে একাধিক নজির, কে এই আকাশ মাধওয়াল?

আকাশ মাধওয়াল গতকাল ৩.২ ওভার বল করে ৫ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। ২০০৯ আইপিএলে অনিল কুম্বলে ৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন।
আকাশ মাধওয়াল
আকাশ মাধওয়ালছবি - মুম্বই ইন্ডিয়ানসের ফেসবুক পেজ

আকাশ মাধওয়াল। বুধবার লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যেকার প্রথম এলিমিনেটর ম্যাচের আগে এই নামটা হয়তো আইপিএলে সেভাবে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়নি। যদিও আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও চার উইকেট নিয়েছিলেন তিনি। তবে গতকালের ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনিই। গতকাল মাত্র ৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই পেসার। গড়েছেন একাধিক রেকর্ড।

আকাশ মাধওয়াল গতকাল ৩.২ ওভার বল করে ৫ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। ২০০৯ আইপিএলে অনিল কুম্বলে ৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। তবে ইকোনমি রেটে এদিন অনিল কুম্বলেকেও ছাড়িয়ে গিয়েছেন আকাশ। এই ম্যাচে আকাশের ইকোনমি রেট ছিল ১.৪২। কুম্বলে ১.৫৭ ইকোনমি রেটে রাজস্থানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন।

আইপিএলের ইতিহাসে প্লে অফে প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন আকাশ। প্লে অফে সর্বাধিক ৪ টি উইকেট নেওয়ার কীর্তি ছিল ডাগ বলিঞ্জার, জসপ্রীত বুমরাহ, ধাবল কুলকার্নিদের।

লখনউয়ের বিপক্ষে একাধিক নজির গড়া এই আকাশ মাধওয়াল উত্তরাখণ্ডের রুরকি জেলার বাসিন্দা। উত্তরাখণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। বাবা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেন। ইঞ্জিনিয়ারিং পড়লেও ক্রিকেটকেই পছন্দ হিসেবে বেছে নেন তিনি।

গত মরশুমে সূর্যকুমার যাদব চোট পাওয়ার পর তাঁকে বদলি হিসেবে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে ওই মরশুমে একটিও ম্যাচ খেলা হয়নি তাঁর। এবার তাঁকে ২০ লক্ষ টাকার বেস প্রাইস মূল্যে দলে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর রোহিতের হয়ে খেলার সুযোগ পেয়েই বল হাতে কার্যত আগুন ঝরাচ্ছেন তিনি। উল্লেখ্য, এই আকাশ ঋষভ পান্তের বাড়ির সামনে থাকেন। শুধু তাই নয়, পান্ত ও আকাশের কোচও একজনই। কোচ অবতার সিংয়ের কোচিংয়েই দুই ক্রিকেটার খেলা শুরু করেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in