

আইসিসি মহিলা বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক উইকেট টেকার হলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মারিজেন ক্যাপ। ভাঙলেন ভারতের প্রাক্তন তারকা পেসার ঝুলন গোস্বামীর ৪৩ উইকেট নেওয়ার রেকর্ড।
মহিলা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে প্রোটিয়ারা। অলরাউন্ডার ক্যাপের বিধ্বংসী বোলিং-র সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ৭ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এর আগে মহিলা বিশ্বকাপে ৪৩ উইকেট নিয়ে শীর্ষ স্থানে ছিলেন ঝুলন গোস্বামী। তবে ক্যাপের উইকেট সংখ্যা বর্তমানে ৪৪।
উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৯ রান করে ইংল্যান্ড। অধিনায়ক লরা উইভার্ট ১৪৯ বলে ১৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন। ১১৬ রানের ওপেনিং জুটির পার্টনারশিপে ৪৫ রান করে ফেরেন তাজমিন ব্রিটস। এরপর ৩৩ বলে ৪২ রান করেন মার্টিজেন ক্যাপ। ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ট্রায়ন।
৩২০ রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে ইংল্যান্ডের প্রথম ৩ ব্যাটার ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। ১ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল ইংল্যান্ড। সেখান থেকে কিছুটা লড়াই করে ১০৭ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক ন্যাট এবং অ্যালিস ক্যাপসে। ৭৬ বলে ৬৪ রান করে আউট হন ন্যাট এবং ৭১ বলে ৫০ রানে ফেরেন ক্যাপসে। ৪২.৩ ওভারে ১৯৪ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ক্যাপের ৫ উইকেট ছাড়া ২টি উইকেট নেন ডি ক্লার্ক এবং ১টি করে উইকেট পান খাকা, ম্লাবা এবং সুন লুস।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। এখনও চলছে খেলা। প্রথমে ব্যাট করে ৩৩৮ রান করেছে আস্ত্রেলিয়া। যে দল জিতবে আগামী ২ নভেম্বর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন