Japan Open 2025: ফের ব্যর্থ সিন্ধু! জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি

People's Reporter: পুরুষদের ডবলসে সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ দুর্দান্ত শুরু করেন। দক্ষিণ কোরিয়ার কাং মিন-হিউক ও কি ডং-জুকে ২১-১৮, ২১-১০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন।
সাত্ত্বিক-চিরাগ জুটি
সাত্ত্বিক-চিরাগ জুটিছবি - আই এ এন এস-র ট্যুইটার
Published on

জাপান ওপেন ২০২৫-র প্রি-কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করলেন ভারতের পুরুষ ডবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। পাশাপাশি পুরুষদের সিঙ্গেলসে শেষ ১৬-তে উঠেছেন লক্ষ্য সেন। অন্যদিকে, পিভি সিন্ধু এবং উন্নতি হুডা মহিলাদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন।

পুরুষদের ডবলসে সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ দুর্দান্ত শুরু করেন। দক্ষিণ কোরিয়ার কাং মিন-হিউক ও কি ডং-জুকে ২১-১৮, ২১-১০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন তাঁরা।

পুরুষ সিঙ্গেলসে লক্ষ্য সেন এক অনবদ্য ও সংযত পারফর্মেন্সে চীনের ওয়াং ঝেং জিং-কে ২১-১১, ২১-১৮ গেমে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ হবেন জাপানের জনপ্রিয় খেলোয়াড় কোডাই নারাওকা।

তবে, ভারতের দুই মহিলা সিঙ্গেলস খেলোয়াড় পিভি সিন্ধু ও উন্নতি হুদা প্রথম রাউন্ডেই হার মানেন। সিন্ধু ৩৮ মিনিটে দক্ষিণ কোরিয়ার বিশ্বের ১৪ নম্বর শাটলার সিম ইউ জিন-এর কাছে ২১-১৫, ২১-১৪ ব্যবধানে পরাজিত হন।

ম্যাচের শুরু থেকেই সিন্ধু কিছুটা ধীর ছিলেন। প্রথম গেমে ৯-৩ ব্যবধানে পিছিয়ে পড়েন। যদিও তিনি কিছুটা লড়াই করে ১৩-১২ পর্যন্ত এগিয়ে ছিলেন। তবুও সিম ইউ জিন শেষ পর্যন্ত সেটটি জিতে নেন। দ্বিতীয় গেমেও একই ধারা বজায় থাকে।

এই হারে ২০২৫ সালের BWF ওয়ার্ল্ড ট্যুরে ফের ব্যর্থ হলেন সিন্ধু। তাঁর এই বছরের সেরা ফলাফল ছিল জানুয়ারির ইন্ডিয়া ওপেনে কোয়ার্টার ফাইনালে ওঠা। এরপর চারটি প্রথম রাউন্ড থেকে বিদায় এবং দুটি রাউন্ড অফ ১৬।

অন্যদিকে, উন্নতি হুডা থাইল্যান্ডের পার্ণপাউই চোচুওং-এর কাছে ২১-৮, ২১-১২ ব্যবধানে পরাজিত হন। এছাড়া রক্ষিতা রামরাজকে ২১-১৫, ১৮-২১ এবং ২১-১৮ ব্যবধানে হারিয়েছেন অনুপমা উপাধ্যায়।

পাশাপাশি বুধবারই পুরুষদের ডবলসে হরিহরণ আমসাকারুনান ও রুবান কুমার রেথিনাসাবাপতি এবং মহিলাদের ডবলসে কবিপ্রিয়া সেলভাম ও সিমরান সিংহি প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করবেন।

তবে, মহিলা ডবলস বিভাগের আরেক জুটি রুতপর্ণা পান্ডা ও শ্বেতাপর্ণা পান্ডা মঙ্গলবার জাপানের কোকোনা ইশিকাওয়া ও মাইকো কাওয়াজোয়ের কাছে ২১-১৩, ২১-৭ গেমে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

সাত্ত্বিক-চিরাগ জুটি
ENG vs IND Test: লর্ডসে জাদেজার 'রক্ষণাত্মক' ব্যাটিং নিয়ে সমালোচনা! প্রাক্তনীদের যোগ্য জবাব পূজারার
সাত্ত্বিক-চিরাগ জুটি
Yamal: বামন আকৃতির ব্যক্তিদের বিনোদনের জন্য ব্যবহার! জন্মদিনের অনুষ্ঠান ঘিরে তদন্তের মুখে ইয়ামাল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in