IND vs SA Test: দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বে চতুর্থ অলরাউন্ডার হিসেবে টেস্টে নজির জাদেজার!

People's Reporter: ১৩১ ম্যাচে ২২৭ ইনিংসে ৪৩৪টি উইকেট নিয়েছিলেন কপিল দেব। ১৮৪ ইনিংসে ৫২৪৮ রান করেছেন তিনি।
রবীন্দ্র জাদেজা
রবীন্দ্র জাদেজাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ভারতে দ্বিতীয় এবং বিশ্বে চতুর্থ অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০-র বেশি উইকেট এবং ৪০০০-র বেশি রানের মালিক হলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কপিল দেব, ড্যানিয়েল ভেত্তোরিদের এলিট ক্লাবে প্রবেশ করলেন তিনি।

১৩১ ম্যাচে ২২৭ ইনিংসে ৪৩৪টি উইকেট নিয়েছিলেন কপিল দেব। ১৮৪ ইনিংসে ৫,২৪৮ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরি ১১৩ ম্যাচে ১৭৪ ইনিংসে ৪,৫৩১ রানের মালিক এবং ১৮৭ ইনিংসে ৩৬২টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের অলরাউন্ডার ইয়ান বোথাম ১০২ ম্যাচের ১৬১ ইনিংসে ৫,২০০ রান করেছিলেন। সমসংখ্যক ম্যাচের ১৬৮ ইনিংস খেলে ৩৮৩টি উইকেটের মালিক। এই তালিকায় এবার প্রবেশ করলেন রবীন্দ্র জাদেজা।

রবীন্দ্র জাদেজা ৮৭ ম্যাচে ১৬৩ ইনিংসে ৩৩৮টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই নজির গড়তে প্রয়োজন ছিল মাত্র ১০ রান। তিনি ৪৫ বলে খেলে ২৭ রান করেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৮ উইকেটের বিনিময়ে ১৮৭। ৩৪ বলে ১৫ রান করে অপরাজিত আছেন অক্ষর প্যাটেল। রাহুল আউট হয়েছেন ৩৯ রানে, ওয়াশিংটন সুন্দর ফিরেছেন ২৯ রানে, ২৭ রান করে আউট হন ঋষভ পন্থ, ধ্রুব জুরেল ফেরেন ১৪ রানে এবং শুবমন গিল ৪ রান করে রিটায়ার্ড হার্ট হন।

রবীন্দ্র জাদেজা
BCCI: জাতীয় দলের সুযোগ পেতে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট, বিরাট-রোহিতকে নির্দেশ বোর্ডের!
রবীন্দ্র জাদেজা
Lionel Messi: বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৪০০ অ্যাসিস্ট মেসির! অনেক পিছিয়ে রোনাল্ডো

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in