
৮ ম্যাচ পরে অপরাজিত তকমা হারালো মোহনবাগান। শুক্রবার গোয়ার মাঠে গোয়ার কাছে ২-১ গোলে পরাজিত হল টিম বাগান। চলতি আইএসএল-এ এই নিয়ে মোট ২টি ম্যাচে হার মানতে হল মোলিনার ছেলেদের। তবুও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানেই রয়েছে মোহনবাগান।
ম্যাচের ১৩ মিনিটে গোয়ার ব্রাইসন ফার্নান্ডেজের শট টম অ্যালড্রেডের পায়ে লেগে গোলে ঢুকে যায়। এগিয়ে যায় গোয়া। প্রথমার্ধ এই অবস্থায় শেষ হয়। ম্যাচের ৫৪ মিনিটে বক্সের মধ্যে বল সাদিকুর হাতে লাগায় পেনাল্টি দেন রেফারি। আর পেনাল্টি থেকে গোল করেন দিমিত্রি পেত্রাতস। তারকা ফুটবলার গোলে ফিরলেও চিন্তার ভাঁজ পড়ে মোলিনার কপালে।
পেনাল্টি থেকে দলকে সমতা ফেরানোর তিন মিনিটের মধ্যেই দিমিত্রির জায়গায় জেসন কামিংসকে নামান বাগান কোচ হোসে মোলিনা। বেশ অখুশি দেখায় দিমিত্রিকে। ম্যাচের ৬৮ মিনিটে ফের এগিয়ে যায় গোয়া। শেষ অবধি ম্যাচ ২-১ ব্যবধানে শেষ হয়।
হারলেও ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগের ১ নম্বরেই মোহনবাগান। বেঙ্গালুরু এফসি ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে ২ নম্বরে।
ম্যাচের পরে বাগান কোচ হোসে মোলিনা জানান, 'দুই দলের কাছেই ম্যাচটা কঠিন ছিল। আমরা আক্রমণের চেষ্টা যেমন করেছি, তেমনই ভাল ডিফেন্সও করেছি। প্রথম গোলটা খেয়েছি দুর্ভাগ্যবশত। আর যে কোনও ম্যাচেই প্রথম গোল খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা অনেক চেষ্টা করেছি ম্যাচে ফেরার। আমরা ড্র করতে পারতাম। কিন্তু পারিনি। ওদের দ্বিতীয় গোলটা ভালো হয়েছে। ফর্মেশন বদলে রিজার্ভ বেঞ্চ থেকে অ্যাটাকারদের নামাই, যাতে ওরা গোল করতে পারে, অন্তত একটা পয়েন্ট যাতে পেতে পারি। কিন্তু ভালো ফিনিশিং করতে পারেনি ছেলেরা।'
মোলিনা আরও জানান, 'আমরা একটা ভালো দলের বিরুদ্ধে হেরেছি। ফুটবলে এমন হতেই পারে। এই ম্যাচে আমরা তো খারাপ খেলিনি। ম্যাচটা মোটেই সহজ ছিল না। কারণ, গোয়া যথেষ্ট ভালো দল। ওদের বিরুদ্ধে আমরা অনেকগুলো গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। আক্রমণের সুযোগ পেয়েই সেটা করেছি। যদিও দুটো গোল খেয়েছি, যা আমাদের পছন্দ নয়। তবে গোয়ার মতো আক্রমণাত্মক দলের বিরুদ্ধে আমাদের ডিফেন্স ভালোই হয়েছে'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন