ISL 2024-25: ১ পয়েন্ট নয়, পাঞ্জাব ম্যাচে ৩ পয়েন্ট নিয়েই প্লে-অফ নিশ্চিত করতে চান বাগান কোচ

People's Reporter: লিগ শিল্ড জয়ের জন্য শেষ পাঁচ ম্যাচে মোহনবাগানের চাই আর দশ পয়েন্ট। কিন্তু সবুজ-মেরুন কোচ হোসে মোলিনার মাথায় চলছে শুধু তিন পয়েন্টের অঙ্ক।
বুধবার যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে মোহনবাগান
বুধবার যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে মোহনবাগানছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগান। আর দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসির আছে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট। ফলে পার্থক্য বোঝা যাচ্ছে যে মোহনবাগান লিগ শিল্ড জয়ের দাবিদার। বুধবার মোহনবাগান পাঞ্জাব এফসির বিরুদ্ধে ড্র করলেও প্লে অফ পাকা হয়ে যাবে।

লিগ শিল্ড জয়ের জন্য শেষ পাঁচ ম্যাচে তাদের চাই আর দশ পয়েন্ট। কিন্তু সবুজ-মেরুন কোচ হোসে মোলিনার মাথায় চলছে তিন পয়েন্টের অঙ্ক, যা প্রতি ম্যাচের আগেই তিনি কষে থাকেন।

সাংবাদিক বৈঠকে বাগান-কোচ হোসে মোলিনা যখন শোনেন আর দশ পয়েন্ট পেলে এ মরসুমেও লিগ শিল্ড তাঁদের হবে, তখন বেশ অবাকই হন তিনি। বলেন, "তাই নাকি! এই হিসাবটা আমার জানা ছিল না। জিতলে প্লে-অফে উঠব, তাও আমি জানি না। আমার মাথায় একটাই হিসেব ঘুরছে, তিন পয়েন্টের হিসেব। আমার কাছে তিন পয়েন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর চেয়ে বেশি আর কিছুই ভাবছি না।"

তিনি আরও বলেন, "পাঞ্জাব এফসি ওদের শেষ ম্যাচে একেবারে শেষ মিনিটে গোল করে বেঙ্গালুরুকে হারানোর পর অবশ্যই আমাদের বিরুদ্ধে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে নামবে। প্রতিপক্ষ হিসেবে ওরা শক্তিশালী আমি জানি। তবে আশা করি, আমরাও ঘরের মাঠে সমর্থকদের সামনে ভালো খেলব। তিন পয়েন্ট জিততেই নামব। তিন দিন আগেই ম্যাচ খেলেছি আমরা। দলের ছেলেদের পরের ম্যাচের জন্য তৈরি করাই এখন সবচেয়ে বড় কাজ"।

চলতি লিগে সেটপিসে সবচেয়ে বেশি গোল করেছে মোহনবাগান, যা নিয়ে প্রশংসিতও হচ্ছেন তাদের কোচ ও ফুটবলাররা। সেটপিসে সাফল্যের এই রহস্য জানতে চাইলে মোলিনা বলেন, "সেটপিস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সে জন্য আমরা সেটপিসের অনুশীলন করি নিয়মিত। ফলে সেটপিসে ভালো করছি আমরা। এ জন্য আমাদের দীর্ঘদেহী খেলোয়াড়দের কৃতিত্ব রয়েছে। মনবীর, টম, শুভাশিস, দীপেন্দু, আলবার্তো। এরিয়াল ডুয়ালেও ওরা যথেষ্ট দক্ষ। তবে ওরা আরও উন্নতি করার চেষ্টা করছে"।

বুধবার যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে মোহনবাগান
Rashid Khan: বিশ্বরেকর্ড রাশিদ খানের! সর্বাধিক উইকেটের নিরিখে টপকালেন ক্যারিবিয়ন তারকাকে
বুধবার যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে মোহনবাগান
Cristiano Ronaldo: 'আমিই সর্বকালের সেরা' - জন্মদিনের আগে দাবি রোনাল্ডোর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in