
শনিবার যুবভারতীতে মিনি ডার্বি। তবে হিসেব অনুযায়ী, ফার্স্ট বয়ের সঙ্গে লাস্ট বয়ের খেলা। ১৮ ম্যাচ খেলে একদিকে যেমন মোহনবাগান ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, তেমনই ১৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার শেষে আছে মহামেডান।
মিনি ডার্বিতে অ্যালবার্তো রডরিগেজ এবং অনিরুদ্ধ থাপা চোটের জন্য অনিশ্চিত। সেই কারণে হয়তো টম অ্যালড্রেডের সঙ্গে জুটি বাঁধতে পারেন দীপেন্দু বিশ্বাস। যদিও মাঠে নামার আগে বাগান কোচ হোসে মোলিনা বেশ সমীহ করলেন মহামেডানকে। তাঁর কথায়, 'আমরা তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। লিগ টেবিলে দুই দলের মধ্যে বড় পার্থক্য রয়েছে। তবে শেষ কয়েকটা ম্যাচে মহামেডান চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। ম্যাচটা কঠিন হবে। ওরা আমাদের চাপে ফেলতে চাইবে। আমাদের কোণঠাসা করার চেষ্টা করবে। জয় পেতে আমাদের পরিশ্রম করতে হবে।''
তিনি আরও বলেন, ''যাঁরা মনে করছেন আমরা অনায়াসে জিতব, তাঁরা ভুল ভাবছেন। মহামেডান যথেষ্ট ভালো দল। এই পরিস্থিতিতে ওদের বিরুদ্ধে খেলা কঠিন। সবাই মোহনবাগানকে হারাতে চায়। ওরা আমাদের হারাতে নিজেদের উজাড় করে দেবে। আমাদের সতর্ক থাকতে হবে। তবে এটুকু বলতে পারি আমি আমার দলের খেলায় খুশি।''
অন্যদিকে, মহামেডানের কোচিং-র দায়িত্বে থাকবেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার মেহেরাজউদ্দিন। তিনি বলেন, ''আমরা টেবিলের শেষে এবং মোহনবাগান শীর্ষে। তবে ডার্বি ৫০-৫০। টেবিলে পার্থক্য থাকলেও আমরা ফ্যানদের জন্য জেতার চেষ্টা করব। আমাদের কিছু হারানোর নেই। আমরা মোহনবাগানকে সম্মান করি। আমরা অলআউট ঝাঁপাব। এই ধরনের ম্যাচ ক্লাবে এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে।''
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন