U-19 Women's T20 WC: অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত, সেমিতে ৯ উইকেটে হার ইংল্যান্ডের

People's Reporter: শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে ইংল্যান্ডের মেয়েরা।
অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত
অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠলো ভারতের মেয়েরা। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে ইংল্যান্ডের মেয়েরা। ভারতের হয়ে অনবদ্য বোলিং করেন পারুনিকা সিসোদিয়া। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। বৈষ্ণবী শর্মাও ৪ ওভার করে ৩ উইকেট নেন। রান দেন ২৩। এছাড়া ২ উইকেট পান আয়ুশী শুক্লা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারেই ম্যাচ জিতে নেন ভারতের মেয়েরা। ১ উইকেট হারিয়ে ১১৭ রান করে ভারত। ৫০ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন কমলিনী। ২৯ বলে ৩৫ রান করে আউট হন তৃষা গোঙ্গাড়ি এবং সনিকা চালকে ১১ রান করেন।

অন্যদিকে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকাও। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান করে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

আগামী ২ ফেব্রুয়ারি কুয়ালালামপুরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ। ফের একবার অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনাল জেতার সুযোগ রয়েছে ভারতের কাছে।

২০২৩ সাল থেকে শুরু হয় অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ। প্রথমবার আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ভারত বনাম ইংল্যান্ডের ফাইনাল হয়। ভারত ৭ উইকেটে পরাজিত করে ইংল্যান্ডকে। ফাইনালে ইংল্যান্ড ১৭.১ ওভারে ৬৮ রানেই অল-আউট হয়ে যায়। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে প্রথম অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকা এই প্রথম ফাইনালে উঠেছে। ফলে তাদের কাছেও প্রথম এই টুর্নামেন্ট জেতার সুযোগ রয়েছে।

অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত
Virat Kohli: সুখের হল না রঞ্জি প্রত্যাবর্তন, স্টেডিয়াম ভর্তি দর্শককে হতাশ করলেন বিরাট
অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত
Mohammedan SC: নাটকীয় মোড় মহামেডানে, ফের ফিরছেন কোচ চেরনিশভ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in