মোহনবাগান কোচ
মোহনবাগান কোচছবি - সংগৃহীত

ISL 2024-25: 'এটা পরিশ্রমের ফল' - আইএসএল ফাইনালে উঠে আর কী জানালেন মোলিনা?

People's Reporter: প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল হয়। পেনাল্টি থেকে প্রথমে গোল করেন জেসন কামিংস।
Published on

আইএসএলের ফাইনালে মোহনবাগান। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় লেগের সেমিফাইনালে জামশেদপুর এফসি কে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। আর জয়ের পরই প্লেয়ারদের নিয়ে উচ্ছ্বসিত বাগান কোচ মোলিনা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল হয়। পেনাল্টি থেকে প্রথমে গোল করেন জেসন কামিংস। ম্যাচের একদম শেষ মুহূর্তে অসাধারণ গোলে বাগানকে ফাইনালে তোলেন আপুইয়া। আগামী শনিবার যুবভারতীতেই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফাইনাল খেলবে মোহনবাগান।

ম্যাচ শেষে বাগান কোচ বলেন, "এই জয়টা সত্যিই কঠিন ছিল। কারণ, জামশেদপুর যথেষ্ট ভালো খেলেছে। তাদের স্টাইলে সত্যিই ভাল ডিফেন্স করেছে ওরা এবং আমাদের চাপে ফেলে জিততেও চেষ্টা করেছিল। কিন্তু আমাদের জয়টা প্রাপ্য ছিল। আপুইয়ার শেষ গোলটা, শেষ মুহূর্তে ওর গোলে শট সত্যিই অসাধারণ ছিল। আমাদের পক্ষে এক দুর্দান্ত মুহূর্ত। এই গোলটা পাওয়ার জন্য আমরা ৯০ মিনিট ধরে অনেক লড়াই করেছি। অবশেষে, আপুইয়া হয়ে ওঠে আমাদের সেই সৌভাগ্যবান ব্যক্তি, যে গোলটা করে দেয়। ওর এটা প্রাপ্য ছিল”।

আপুইয়ার গোল নিয়ে কোচ বলেন, “শেষ মুহূর্তে গোল করার সময় আপুইয়া নিশ্চয়ই ভাবছিল, ‘আমি শুট করব আর গোল করব’। কারণ কেউ যদি সেটা না ভাবে, তাহলে সে শট নেবেই না। ঠিক তাই। আর এটাই সবার সম্মিলিত পরিশ্রমের ফল। এই ধরণের একটা দলের কোচ হওয়ায় আমি খুশি”।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামার আগে বাগান কোচ জানান, 'ফাইনালে কেউই ফেভারিট নয়। যা খুশি ঘটতে পারে। অবশ্যই, আমরা নিজেদের ওপর আস্থা রাখি। আমাদের নিজেদের ওপর ভরসা রাখি। আমরা মনে করি, যদি আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি, তা হলে আমরা ট্রফি জিততে পারব। কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখন আমাদের সবার আগে রিকভার করতে হবে। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। তারা পুরো মরসুমে দারুণ খেলেছে।'

তিনি আরও বলেন, 'ওরা সত্যিই ভালো দল। তাই ম্যাচটা সহজ হবে না। তবে আমি সব সময় একই কথা বলি—আমার দলের ছেলেদের ওপর আমার বিশ্বাস আছে। আমি তাদের ওপর আস্থা রাখি। তারা যে ভাবে কাজ করছে, আমরা সবাই মিলে যেভাবে কাজ করছি, তার ওপর যথেষ্ট আস্থা আছে। আশা করি, আমাদের আর একটা দারুণ রাত আসতে চলেছে।'

মোহনবাগান কোচ
Harry Brook: ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক ২৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটার!
মোহনবাগান কোচ
Mats Hummels: 'সময় এসেছে বিদায় জানানোর' - সমাজ মাধ্যমে অবসরের ঘোষণা বিশ্বকাপ জয়ী জার্মান ডিফেন্ডারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in