
কেরালা ব্লাস্টার্স ম্যাচে জয়ের পরে একটু আত্মবিশ্বাস এসেছিলো। কিন্তু মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল। গোলশূন্য ড্র করলো লাল হলুদ ব্রিগেড। এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। সুপার সিক্সে ওঠা কার্যত অসম্ভব।
মুম্বই ম্যাচ ড্র করলেও দলের খেলায় খুশি লাল হলুদ কোচ অস্কার ব্রুজোন। ম্যাচের পরে তিনি বলেন, “অনেক চোট-আঘাত সমস্যা সত্ত্বেও প্রথমার্ধে আমরা এই মরশুমের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছি। কিন্তু আমরা কাঙ্ক্ষিত গোল পাইনি। এই ম্যাচে একটি বড় ইতিবাচক দিক হলো, ম্যাচের পর ম্যাচ আমরা আরও সংগঠিত, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছি। মুম্বই সিটি এফসি-র মতো শক্তিশালী আক্রমণাত্মক দলের বিপক্ষে ‘ক্লিন শিট’ রাখা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ”।
ম্যাচের বিশ্লেষণ করে অস্কার বলেন, “আমরা প্রথমার্ধেই মুম্বই সিটি এফসি-কে চমকে দিতে চেয়েছিলাম। কয়েক সপ্তাহ আগে কলকাতায় যে ম্যাচ খেলেছিলাম, তাতে আমরা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করি। সে দিন ওরা ম্যাচটা নিয়ন্ত্রণ করে। আমরা জানি, ওরা দীর্ঘ আক্রমণে ওঠে, ফুল-ব্যাকদের সঙ্গে সমন্বয় তৈরি করে এবং মাঝমাঠে বেশি সংখ্যক খেলোয়াড় জড়ো করে আক্রমণ তৈরি করে। সেই অনুযায়ীই খেলার পরিকল্পনা করেছিলাম”।
পাশাপাশি ইস্টবেঙ্গল কোচ বলেন, “আমরা আমাদের পূর্ণশক্তির দল পাইনি। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের দলে অনেক চোট সমস্যা চলছে। আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই পরিস্থিতিতে আমাদের দলের গভীরতা বোঝা গেল। মুম্বই সিটি এফসি তাদের বেঞ্চ থেকে পরিবর্তন করে ম্যাচ জেতার চেষ্টা করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দলকে শক্তিশালী করার মতো তেমন বিকল্প ছিল না”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন