

শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এবং ওড়িশা এফসি। নক আউট ম্যাচে যে জিতবে তার সাথে সেমিফাইনাল খেলবে মোহনবাগান। পরিসংখ্যানে কেরালা এগিয়ে থাকলেও ঘরের মাঠে জিততে মরিয়া ওড়িশা।
পরিসংখ্যানে এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স। মোট ২২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তাতে ৯ বার জিতেছে কেরালা ব্লাস্টার্স এবং ওড়িশা এফসি জিতেছে ৬টি। ৭টি ম্যাচ ড্র হয়েছে।
ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা বলেন, "আমি যদি আজ পর্যন্ত পুরো মরসুম বিশ্লেষণ করি তাহলে খুব খুশিই হবো। আমরা ভারতের শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা সুপার কাপের ফাইনালে উঠেছিলাম, যদিও জিততে পারিনি। তবে লড়াই করে গেছি। নকআউটে জয়ের জন্য আমরা আশাবাদী"।
অন্যদিকে কেরালা ব্লাস্টার্স কোচ জানান, চলতি মরসুমে একাধিক চোটের কারণে আমাদের প্রায় পুরো টিম বদলে ফেলতে হয়েছে। তবে ছেলেদের লড়াইয়ে আমি খুশি। তারা লড়াই করে দলকে নক আউটে তুলেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন