ISL 2023-24: পরিসংখ্যানে এগিয়ে কেরালা, জিততে মরিয়া ওড়িশা

People's Reporter: পরিসংখ্যানে এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স। মোট ২২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তাতে ৯ বার জিতেছে কেরালা ব্লাস্টার্স।
ISL 2023-24: পরিসংখ্যানে এগিয়ে কেরালা, জিততে মরিয়া ওড়িশা
ছবি - সংগৃহীত

শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এবং ওড়িশা এফসি। নক আউট ম্যাচে যে জিতবে তার সাথে সেমিফাইনাল খেলবে মোহনবাগান। পরিসংখ্যানে কেরালা এগিয়ে থাকলেও ঘরের মাঠে জিততে মরিয়া ওড়িশা।

পরিসংখ্যানে এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স। মোট ২২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তাতে ৯ বার জিতেছে কেরালা ব্লাস্টার্স এবং ওড়িশা এফসি জিতেছে ৬টি। ৭টি ম্যাচ ড্র হয়েছে।

ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা বলেন, "আমি যদি আজ পর্যন্ত পুরো মরসুম বিশ্লেষণ করি তাহলে খুব খুশিই হবো। আমরা ভারতের শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা সুপার কাপের ফাইনালে উঠেছিলাম, যদিও জিততে পারিনি। তবে লড়াই করে গেছি। নকআউটে জয়ের জন্য আমরা আশাবাদী"।

অন্যদিকে কেরালা ব্লাস্টার্স কোচ জানান, চলতি মরসুমে একাধিক চোটের কারণে আমাদের প্রায় পুরো টিম বদলে ফেলতে হয়েছে। তবে ছেলেদের লড়াইয়ে আমি খুশি। তারা লড়াই করে দলকে নক আউটে তুলেছে।

ISL 2023-24: পরিসংখ্যানে এগিয়ে কেরালা, জিততে মরিয়া ওড়িশা
Rohit Sharma: টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও বৈঠকই হয়নি - ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ রোহিত শর্মার
ISL 2023-24: পরিসংখ্যানে এগিয়ে কেরালা, জিততে মরিয়া ওড়িশা
Mohun Bagan: লিগ শিল্ড ক্লাবেই থাকবে - সমর্থকদের আশ্বাস বাগান সচিবের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in