ISL 2023-24: কেরালাকে হারিয়ে ISL-র শেষ চারে ওড়িশা, প্রতিপক্ষ লিগ শিল্ড জয়ী মোহনবাগান
ছবি - আইএসএল-র ফেসবুক পেজ

ISL 2023-24: কেরালাকে হারিয়ে ISL-র শেষ চারে ওড়িশা, প্রতিপক্ষ লিগ শিল্ড জয়ী মোহনবাগান

People's Reporter: পরিসংখ্যানে এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ওড়িশা এফসি এবং মোহনবাগান মুখোমুখি হয়েছে ১১ বার।

কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে উঠেছে ওড়িশা এফসি। শেষ চারে তাদের প্রতিপক্ষ লিগ শিল্ড জয়ী মোহনবাগান। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিতে মোহনবাগান যে কঠিন প্রতিপক্ষ তা জানেন ওড়িশা কোচ। পরিসংখ্যানেও এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড।

কেরালার বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেও ম্যাচের শেষ মুহূর্তে ২ গোল দিয়ে ২-১ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করেছে সার্জিও লোবেরার দল। এবার তাদের লক্ষ্যে ঘরের মাঠে প্রথম সেমিফাইনালে লিড নিয়ে যুবভারতীতে সেমির দ্বিতীয় লেগ খেলা। প্রথম সেমিফাইনাল হবে ২৩ এপ্রিল, কলিঙ্গ স্টেডিয়ামে। সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে ২৮ এপ্রিল, যুবভারতীতে।

পরিসংখ্যানে এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ওড়িশা এফসি এবং মোহনবাগান মুখোমুখি হয়েছে ১১ বার। ৫ বার জিতেছে সবুজ-মেরুন, ১ বার জিতেছে ওড়িশা এবং বাকি ৫ ম্যাচ ড্র হয়েছে। ৯ বার ইন্ডিয়ান সুপার লিগে এবং ২ বার এএফসি কাপে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে এএফসি কাপে একবার জেতে মোহনবাগান ও একবার জেতে ওড়িশা। তবে ইন্ডিয়ান সুপার লিগে একবারও মোহনবাগানকে হারাতে পারেনি ওড়িশা। ৪টে জয় এবং ৫টি ম্যাচ ড্র করেছে সবুজ-মেরুন ব্রিগেড।

অন্যদিকে, শনিবার দ্বিতীয় নক-আউটে মুখোমুখি হবে গোয়া এবং চেন্নাইয়ন এফসি। এই ম্যাচে যে দল জিতবে তারা খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

ISL 2023-24: কেরালাকে হারিয়ে ISL-র শেষ চারে ওড়িশা, প্রতিপক্ষ লিগ শিল্ড জয়ী মোহনবাগান
Rohit Sharma: টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও বৈঠকই হয়নি - ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ রোহিত শর্মার
ISL 2023-24: কেরালাকে হারিয়ে ISL-র শেষ চারে ওড়িশা, প্রতিপক্ষ লিগ শিল্ড জয়ী মোহনবাগান
Mohun Bagan: লিগ শিল্ড ক্লাবেই থাকবে - সমর্থকদের আশ্বাস বাগান সচিবের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in