

শনিবার যুবভারতীতে মেগা ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি। ফাইনালে মুম্বই কোচের চিন্তার কারণ হল দিমিত্রি পেত্রাতস। ম্যাচের এক্স ফ্যাক্টর হলেন বাগানের এই তারকা ফুটবলারই।
মোহনবাগানে যেদিন থেকেই সই করিয়েছেন সমর্থকদের নয়নমণি হয়ে উঠেছেন তিনি। কারণ প্রতি ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে দিমিত্রির। এটা একাধিকবার প্রমাণও করেছেন তিনি।
পরিসংখ্যান বলছে ২০২২-২৩ মরসুমে ২৩ ম্যাচে ১২টি গোল করেছিলেন দিমিত্রি। ৭টি অ্যাসিস্ট এবং গোলের সুযোগ তৈরি করেছিলেন ৬১টি। চলতি মরসুমেও ধারাবাহিকভাবে ভালো খেলে আসছেন দিমিত্রি। এই মরসুমে ১০টি গোলে করে ফেলেছেন তিনি। ৫৯ টি গোলের সুযোগ করেছেন তিনি। বিপক্ষের বক্সে ৬৮টি টাচ খেলেছেন। হাবাসের তুরুপের তাস বলা চলে এই দিমিত্রিকে।
দিমিত্রি অবশ্য ফাইনালের জেতার জন্য আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমাদের দল ফাইনাল খেলার জন্য তৈরি আছে। আমরা ফাইনাল জিততে মরিয়া।
বাগান অধিনায়ক শুভাশিস বোস বলেন, 'এর আগেও উদাহরণ রয়েছে যেখানে আমরা কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছি। ফাইনাল ম্যাচ, কঠিন হবে। ওরাও ভালো দল। তবে আমরাও তৈরি আছি। ঘরের মাঠে হাজার হাজার সমর্থকের সামনে আমরা খেলবো। আশা করি সমর্থকদের আশা পূরণ করতে পারবো আমরা'।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন