ISL 2023-24: ফাইনালে 'এক্স ফ্যাক্টর' দিমিত্রি! জয়ের জন্য আত্মবিশ্বাসী বাগান অধিনায়ক

People's Reporter: পরিসংখ্যান বলছে ২০২২-২৩ মরসুমে ২৩ ম্যাচে ১২টি গোল করেছিলেন দিমিত্রি। ৭টি অ্যাসিস্ট এবং গোলের সুযোগ তৈরি করেছিলেন ৬১টি।
দিমিত্রি পেত্রাতস
দিমিত্রি পেত্রাতসছবি - মোহনবাগানের ফেসবুক পেজ

শনিবার যুবভারতীতে মেগা ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি। ফাইনালে মুম্বই কোচের চিন্তার কারণ হল দিমিত্রি পেত্রাতস। ম্যাচের এক্স ফ্যাক্টর হলেন বাগানের এই তারকা ফুটবলারই।

মোহনবাগানে যেদিন থেকেই সই করিয়েছেন সমর্থকদের নয়নমণি হয়ে উঠেছেন তিনি। কারণ প্রতি ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে দিমিত্রির। এটা একাধিকবার প্রমাণও করেছেন তিনি।

পরিসংখ্যান বলছে ২০২২-২৩ মরসুমে ২৩ ম্যাচে ১২টি গোল করেছিলেন দিমিত্রি। ৭টি অ্যাসিস্ট এবং গোলের সুযোগ তৈরি করেছিলেন ৬১টি। চলতি মরসুমেও ধারাবাহিকভাবে ভালো খেলে আসছেন দিমিত্রি। এই মরসুমে ১০টি গোলে করে ফেলেছেন তিনি। ৫৯ টি গোলের সুযোগ করেছেন তিনি। বিপক্ষের বক্সে ৬৮টি টাচ খেলেছেন। হাবাসের তুরুপের তাস বলা চলে এই দিমিত্রিকে।

দিমিত্রি অবশ্য ফাইনালের জেতার জন্য আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমাদের দল ফাইনাল খেলার জন্য তৈরি আছে। আমরা ফাইনাল জিততে মরিয়া।

বাগান অধিনায়ক শুভাশিস বোস বলেন, 'এর আগেও উদাহরণ রয়েছে যেখানে আমরা কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছি। ফাইনাল ম্যাচ, কঠিন হবে। ওরাও ভালো দল। তবে আমরাও তৈরি আছি। ঘরের মাঠে হাজার হাজার সমর্থকের সামনে আমরা খেলবো। আশা করি সমর্থকদের আশা পূরণ করতে পারবো আমরা'।

দিমিত্রি পেত্রাতস
IPL 2024: লক্ষ্য প্লে-অফ, ঘরের মাঠে KKR-কে হারাতে মরিয়া মুম্বই
দিমিত্রি পেত্রাতস
ISL 2023-24: শনিবারের মেগা ফাইনালে থাকবেন রণবীর-আলিয়া সহ একাধিক তারকা!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in