ISL 2021-22: শীর্ষে থাকা মুম্বই সিটিকে হারিয়ে জয়ে ফিরলো ওড়িশা ফুটবল ক্লাব

মুম্বইকে ৪-২ গোলে হারিয়ে চার ম্যাচ পর জয়ের মুখ দেখলো ওড়িশা। ফলস্বরূপ টানা তিন ম্যাচে জয় অধরা থাকলো দেস বাকিংহ্যামদের। তবে এখনও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান বজায় রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মুম্বই সিটি বনাম ওড়িশা ফুটবল ক্লাব
মুম্বই সিটি বনাম ওড়িশা ফুটবল ক্লাবছবি ISL-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

মুম্বইকে নাস্তানাবুদ করে টানা চার ম্যাচ পর জয়ের মুখ দেখলো ওড়িশা ফুটবল ক্লাব। তিলক ময়দান স্টেডিয়ামে মুম্বইকে ৪-২ গোলে হারিয়েছে কিকো রামিরেজ গনজালেজের ওড়িশা। ফলস্বরূপ টানা তিন ম্যাচে জয় অধরা থাকলো দেস বাকিংহ্যামদের। তবে এখনও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান বজায় রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সোমবার ৬ গোলের থ্রিলিং ম্যাচে প্রথমার্ধের শেষে এগিয়ে থাকে মুম্বই। খেলা শুরুর ৪ মিনিটের মাথায় জাভি হার্নান্দেজের পাস থেকে গোল করে ওড়িশাকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড এরিডে। শুরুতে এগিয়ে গেলেও ১০ মিনিটের মাথায় আহমেদ জাহহুর গোলে সমতা ফিরে পায় মুম্বই সিটি। প্রথমার্ধের ৩৮ মিনিটে আহমেদ জাহহুর পাস থেকে গোল করে মুম্বইকে লীড এনে দেন ইগোর আঙ্গুলো।

প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে থাকা ওড়িশা দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকেন। ৭০ মিনিটের মাথায় ২৪ বর্ষীয় ভারতীয় মিডফিল্ডার জেরি মাওয়িহোমিংথাঙ্গার গোলে সমতা ফিরে পেয়ে যায় ওড়িশা। দলকে সমতা এনে দেওয়ার সাত মিনিট বাদেই আবারও গোল করেন মাওয়িহোমিংথাঙ্গা। ওড়িশা এগিয়ে যায় ৩-২ গোলে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ৮৯ মিনিটের মাথায় মুম্বইয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথাস।

সোমবার ম্যাচ হেরেও লীগ টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। ৯ ম্যাচের শেষে ১৬ পয়েন্ট দেস বাকিংহ্যামেদের। তবে শীর্ষস্থান কতক্ষণ বজায় থাকবে তা বলা যাচ্ছে না। তার কারণ এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে মুম্বইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে হায়দরাবাদ। অন্যদিকে ম্যাচ জিতে তিন পয়েন্ট অর্জন করে লীগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে ওড়িশা। ৯ ম্যাচের শেষে কিকো গনজালেজদের পয়েন্ট ১৩।

মুম্বই সিটি বনাম ওড়িশা ফুটবল ক্লাব
ISL: চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে দাপট দেখিয়েও হার জামশেদপুর এফসির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in