

কলকাতা লিগের আকর্ষণ বাড়াতে উদ্যোগ নিলো আইএফএ(IFA)। প্রিমিয়ার 'এ' আর প্রিমিয়ার 'বি' দুটো ডিভিশনের ক্লাব এ বার থেকে খেলবে একসঙ্গে। মোট ২৬ টা ক্লাব খেলবে একসঙ্গে। নাম হবে সুপার প্রিমিয়ার ডিভিশন। প্রতি ক্লাব খেলবে ২৫টি করে ম্যাচ।
মঙ্গলবার আইএফএ কর্তারা বৈঠকে বসে নতুন ডিভিশন চালু করার সিদ্ধান্ত নেন। এর ফলে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির দল ডায়মন্ড হারবার এফসি খেলবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের মত ৩ প্রধানের সঙ্গে।
গতবার প্রিমিয়ারে খেলতে এসেই এই সুবিধা পেল অভিষেকের ক্লাব। আইএফএ অন্দরে গুঞ্জন অভিষেকের দলকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের বিরুদ্ধে খেলার সুবিধা পাইয়ে দিতেই কি এই নিয়ম? আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন, এমন কোনো ব্যাপার নেই। বাজে কথা। সবই ফুটবলের স্বার্থে।
তিনি আরও বলেন, এরফলে আরও নতুন প্রতিভা উঠে আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই নিয়মের জন্য লিগ আরও জমজমাট হবে।
যদিও লিগে বিদেশি খেলানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। কলকাতার ৩ প্রধানের মাঠ ছাড়াও রবীন্দ্র সরোবর এবং কিশোর ভারতীতে হবে খেলা। এছাড়া জেলার নৈহাটী, ক্যানিং, দমদমের অমল দত্ত স্টেডিয়ামে হবে কলকাতা লিগের ম্যাচ। ডার্বি হলে তবেই যুবভারতী ব্যবহার করার পরিকল্পনা আইএফএ কর্তাদের। যদিও মোহনবাগান ডার্বিতে ইয়ুথ ফুটবলের দল খেলাবে। ইস্টবেঙ্গল কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর সকলের। গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ইনভেস্টর সমস্যায় জর্জরিত। তারা কতটা ভালো দল করতে পারে সেটাই দেখার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন