IPL: ২০২২-র পুনরাবৃত্তি! কমলা থেকে বেগুনি টুপি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সবই জিতলো রানার্স আপ

গত মরশুমে অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জিতেছিল রানার্স দল রাজস্থান।
IPL: ২০২২-র পুনরাবৃত্তি! কমলা থেকে বেগুনি টুপি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সবই জিতলো রানার্স আপ
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

গত আইপিএলের সাথে অদ্ভুত মিল এবারের আইপিএলে। গতবছর রাজস্থান রয়্যালসকে হারিয়ে নিজেদের অভিষেক মরশুমেই আইপিএল খেতাব জিতেছিল গুজরাট টাইটানস। তবে সেবার অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জিতেছিল রানার্স দল রাজস্থান। একই ছবি এবারেও। শিরোপা জিতলো চেন্নাই সুপার কিংস। কিন্তু এবারের আসরের অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার- তিনটি পুরস্কারই জিতলো রানার্স দল।

২০২২ আইপিএলে সবচেয়ে বেশি রান করেছিলেন জস বাটলার। ১৭ ম্যাচে ইংলিশ উইকেটকিপার ব্যাটার করেছিলেন ৮৬৩ রান। সেঞ্চুরি করেছিলেন ৪ টি। অরেঞ্জ ক্যাপের পাশাপাশি সেবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারও উঠেছিল বাটলারের হাতে। পার্পল ক্যাপ জিতেছিলেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়েছিলেন তিনি।

গতকালই শেষ হওয়া ২০২৩ আইপিএলেও ওই তিনটি পুরস্কার জিতেছে ফাইনালে পরাজিত দল। এবারের আসরে ১৭ ম্যাচ ৮৯০ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন শুবমান গিল। একই সঙ্গে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারও জিতেছেন তিনি। অন্যদিকে, সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন মহম্মদ শামি। এবার ১৭ ম্যাচে ২৮টি উইকেট নিয়েছেন শামি।

এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের তালিকায় প্রথম তিনজনেই ছিলেন গুজরাট টাইটানসের। ১৭ ম্যাচে ২৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন মহম্মদ শামি। ২৭টি করে উইকেট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করেছে গুজরাটের মোহিত শর্মা এবং রশিদ খান। ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছেন ফাফ ডু প্লেসি। ১৪ ম্যাচে ৭৩০ রান করেছেন তিনি। ৬৭২ রান করে তৃতীয় স্থানে শেষ করেছেন ডেভন কনওয়ে।

IPL: ২০২২-র পুনরাবৃত্তি! কমলা থেকে বেগুনি টুপি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সবই জিতলো রানার্স আপ
IPL-এ সেরার সেরা ইডেন গার্ডেন্স! কী জানালেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in