

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রী। ১৫০ ম্যাচে ৯৪ গোল করে অবসর ঘোষণা করলেন তিনি। নিজের বেড়ে ওঠা অর্থাৎ নিজের শ্বশুরবাড়ির শহর কলকাতার যুবভারতীতেই ৬ জুন কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে অবসর নেবেন সুনীল।
সুনীলের প্রাক্তন কোচ তথা তাঁর শ্বশুর সুব্রত ভট্টাচাৰ্য বৃহস্পতিবার এই অবসর প্রসঙ্গে পিপলস রিপোর্টারের প্রতিনিধিকে জানান, 'একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যথেষ্ট ভালো খেলেছে এতদিন ধরে। ঠিকই আছে। ও তো ইন্টারন্যাশানাল ম্যাচ থেকে অবসর নিচ্ছে, ফুটবল থেকে তো নয়। বেঙ্গালুরুর হয়ে খেলবে তো। ও সুনামের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে খেলেছে।'
মূলত নতুন ফুটবলারদের উঠে আসার সুযোগ দিতেই এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সুনীল। সুব্রত ভট্টাচার্য বলেন, 'সুনীল এখন নতুন জুনিয়র প্লেয়ারদের জায়গা করে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। ক্লাবের হয়ে খেলবে। একদম ঠিক সিদ্ধান্ত। অনেক শুভেচ্ছা রইল ওর জন্য। আমি ওর শেষ ম্যাচ দেখতে মুখিয়ে থাকব'।
পরিসংখ্যান বলছে সুনীলই সর্বকালের সেরা ভারতীয় ফুটবলার। তবে তাঁর শ্বশুর সে কথা মানতে নারাজ। তিনি বলেন, 'পরিসংখ্যান, গোল এগুলো দেখছি না। তবে সর্বকালের সেরা নয়, অন্যতম সেরা। কারণ চুনিদা আছেন, প্রদীপদা আছেন, বলরাম আছে, সুভাষ ভৌমিক, আকবর, হাবিব আছে। ওদের সঙ্গে সুনীল থাকবে এক সারিতে'।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন