EXCLUSIVE: সুনীলই কি সর্বকালের সেরা! পিপলস রিপোর্টারকে কী জানলেন শ্বশুর সুব্রত ভট্টাচাৰ্য?

People's Reporter: সুব্রত ভট্টাচাৰ্য পিপলস রিপোর্টারকে জানান, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যথেষ্ট ভালো খেলেছে এতদিন ধরে। ঠিকই আছে। ও তো ইন্টারন্যাশানাল ম্যাচ থেকে অবসর নিচ্ছে, ফুটবল থেকে তো নয়।
সুব্রত ভট্টাচাৰ্য
সুব্রত ভট্টাচাৰ্যফাইল ছবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রী। ১৫০ ম্যাচে ৯৪ গোল করে অবসর ঘোষণা করলেন তিনি। নিজের বেড়ে ওঠা অর্থাৎ নিজের শ্বশুরবাড়ির শহর কলকাতার যুবভারতীতেই ৬ জুন কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে অবসর নেবেন সুনীল।

সুনীলের প্রাক্তন কোচ তথা তাঁর শ্বশুর সুব্রত ভট্টাচাৰ্য বৃহস্পতিবার এই অবসর প্রসঙ্গে পিপলস রিপোর্টারের প্রতিনিধিকে জানান, 'একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যথেষ্ট ভালো খেলেছে এতদিন ধরে। ঠিকই আছে। ও তো ইন্টারন্যাশানাল ম্যাচ থেকে অবসর নিচ্ছে, ফুটবল থেকে তো নয়। বেঙ্গালুরুর হয়ে খেলবে তো। ও সুনামের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে খেলেছে।'

মূলত নতুন ফুটবলারদের উঠে আসার সুযোগ দিতেই এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সুনীল। সুব্রত ভট্টাচার্য বলেন, 'সুনীল এখন নতুন জুনিয়র প্লেয়ারদের জায়গা করে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। ক্লাবের হয়ে খেলবে। একদম ঠিক সিদ্ধান্ত। অনেক শুভেচ্ছা রইল ওর জন্য। আমি ওর শেষ ম্যাচ দেখতে মুখিয়ে থাকব'।

পরিসংখ্যান বলছে সুনীলই সর্বকালের সেরা ভারতীয় ফুটবলার। তবে তাঁর শ্বশুর সে কথা মানতে নারাজ। তিনি বলেন, 'পরিসংখ্যান, গোল এগুলো দেখছি না। তবে সর্বকালের সেরা নয়, অন্যতম সেরা। কারণ চুনিদা আছেন, প্রদীপদা আছেন, বলরাম আছে, সুভাষ ভৌমিক, আকবর, হাবিব আছে। ওদের সঙ্গে সুনীল থাকবে এক সারিতে'।

সুব্রত ভট্টাচাৰ্য
Sunil Chhetri: ভারতীয় ফুটবলে 'সুনীল' যুগের অবসান! যুবভারতীতে দেশের হয়ে শেষ ম্যাচ অধিনায়কের
সুব্রত ভট্টাচাৰ্য
EPL: টানা ৪ বার লিগ জয়ের সামনে ম্যান সিটি, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আর্সেনালও!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in