
৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ হেরে প্লে-অফের আশা শেষ চেন্নাইয়ের। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ হেরে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মতে দলের ব্যাটিং ব্যর্থতাই ম্যাচ হারের মূল কারণ।
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরাজয়ের পর চেন্নাই সুপার কিংসের (CSK) ব্যাটিং বিভাগকে কড়া ভাষায় ভর্ৎসনা করলেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের পরে তিনি বলেন, মরসুমটা ভালো শুরু হয়নি বলেই দল এখনও ব্যর্থ হচ্ছে। এই ধারাবাহিক ব্যর্থতার জন্য ব্যাটিং লাইনআপের দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্সই দায়ী।
চেন্নাই সুপার কিংস এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিক পরিবর্তন এনেছিল। রাচিন রবীন্দ্রকে বাদ দিয়ে ডেওয়াল্ড ব্রেভিস এবং দীপক হুডাকে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে এই পরিবর্তন সত্ত্বেও সিএসকে নিজেদের প্রত্যাশা মতো ফল করতে পারেনি। প্রথম বলেই শাইক রশিদের উইকেট হারিয়ে দল বিপাকে পড়ে।
ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ধোনি বলেন, "আমরা বারবার উইকেট হারাচ্ছি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রথম ইনিংসে পিচ ব্যাটিং সহায়ক ছিল, তখন ১৫৫ রানের মতো কম স্কোর কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমরা ১৫-২০ রান কম করেছি, যা শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিয়েছে।"
তিনি আরও বলেন, "বর্তমান ক্রিকেটে ১৫৫ রানের লক্ষ্য খুবই দুর্বল। পরিস্থিতি বুঝে ১৮০-১৯০ রানের মতো স্কোর বোর্ডে তুলতে না পারলে ম্যাচ বের করে আনা কঠিন হয়ে পড়ে।"
ধোনির মতে, স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং না করতে পারাটাই সিএসকের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, "আমরা স্পিনারদের বিরুদ্ধে স্ট্রোক খেলার জায়গাগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। মাঝখানের ওভারগুলোতে রান তুলতে ব্যর্থ হওয়াই আমাদের ইনিংসের গতি কমে যায়।"
পাশাপাশি ধোনি বলেন, "আমাদের স্পিনাররা দারুণ বল করেছে। তবে যখন আপনার দলে একাধিক ব্যাটসম্যান ফর্মে থাকে না, তখন ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। একটি-দুটি পরিবর্তন করা যায়, কিন্তু যদি ৩-৪ জন একসঙ্গে ব্যর্থ হয়, তখন বড় সমস্যায় পড়তে হয়।"
এই পরাজয়ের ফলে সিএসকে এখন প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কঠিন সমীকরণের মুখে পড়েছে। আগামী ম্যাচগুলোতে দলের ব্যাটিং বিভাগে উন্নতি না করলে চলতি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে চেন্নাই।
দলের পরিবর্তন নিয়ে ধোনি জানান, "এই সময়ে দলের উন্নতির জন্য বোর্ডে বড় স্কোর রাখতে হবে। সময় এসেছে দ্রুত মূল্যায়ন করার এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন