
আচরণবিধি লঙ্ঘনের দায়ে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ প্যাটেলকে জরিমানা করা হয়েছে। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। যা নিয়ে ম্যাচ জিতেও কিছুটা অস্বস্তিতে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের এক বিবৃতিতে জানানো হয়েছে, মুনাফ প্যাটেলকে "আইপিএল আচরণবিধির ২.২০ ধারার অধীনে লেভেল ১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে", যা খেলার সাথে পরিপন্থী আচরণের আওতায় পড়ে। যদিও আইপিএলের তরফ থেকে নির্দিষ্ট করে অপরাধটি বলা হয়নি।
সূত্রের খবর, ম্যাচ চলাকালীন মাঠে বার্তা পাঠানোর বিষয়ে এক ম্যাচ কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মুনাফ। সাধারণত, আইপিএল-এর নিয়ম অনুযায়ী, কোচরা সরাসরি মাঠে বার্তা পাঠাতে পারেন না। অনুমতি না নিয়েই ওইভাবে বার্তা পাঠানোর চেষ্টা, ও পরে অফিসিয়ালদের সঙ্গে বাকবিতণ্ডা, সম্ভবত এই শাস্তির মূল কারণ।
আইপিএল-র বিবৃতিতে আরও বলা হয়েছে, “বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আইপিএল আচরণবিধি লঙ্ঘনের দায়ে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ প্যাটেলকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে। মুনাফ প্যাটেল নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন।”
আইপিএল-র ২.২০ ধারা অনুযায়ী অপরাধগুলিকে চারটি স্তরে ভাগ করা হয়। স্তর ১ থেকে স্তর ৪ পর্যন্ত। মুনাফ প্যাটেলের অপরাধকে স্তর ১ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা অপেক্ষাকৃত কম গুরুতর হলেও নিয়মভঙ্গের ক্ষেত্রে শাস্তিযোগ্য।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন