
বুধবার, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এ প্রথম সুপার ওভারের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। যেখানে স্টার্কের অনবদ্য বল করা থেকে শুরু করে স্টাবসের ১ বলে ছক্কা সবই দেখলেন সমর্থকরা। এই নিয়ে আইপিএল-র ইতিহাসে চতুর্থবার সুপার ওভার জিতল দিল্লি।
প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ৫ উইকেটে ১৮৮ রান করে। ইনিংসের শেষদিকে অধিনায়ক অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস ও আশুতোষ শর্মার কার্যকরী ইনিংস দলকে লড়াইয়ের মতো স্কোরে পৌঁছাতে সাহায্য করে।
জবাবে রাজস্থান রয়্যালসও সমান ১৮৮ রান সংগ্রহ করে। মাঝে কিছুটা চাপের মুখে পড়লেও, নীতিশ রানার ২৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস দলকে লড়াইয়ে ফিরিয়ে আনে। শেষ ওভারে দরকার ছিল ৯ রান, কিন্তু মিচেল স্টার্কের দুর্দান্ত ডেথ বোলিংয়ে ম্যাচ ড্র হয়ে যায়।
সুপার ওভারে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করতে নামেন রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার ও যশস্বী জয়সওয়াল। তাঁরা ১১ রান তুললেও, দুটি উইকেট হারিয়ে মাত্র ৫ বলেই ইনিংস শেষ হয়ে যায়। জবাবে দিল্লি ক্যাপিটালসের কেএল রাহুল ও ট্রিস্টান স্টাবস চার বলের মধ্যেই লক্ষ্য পূরণ করেন।
ম্যাচ হারের পরই রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা নীতিশ রানাকে না পাঠিয়ে কেন রিয়ান পরাগকে পাঠানো হল? এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে নীতিশ রানা বলেন, “এই ধরনের সিদ্ধান্ত একজন নেন না। অধিনায়ক, সিনিয়র খেলোয়াড় ও কোচ মিলেই সিদ্ধান্ত নেন। হেটমায়ার যদি দুটি ছক্কা মারতেন, তাহলে এই প্রশ্ন উঠতো না। ক্রিকেট ফলাফলের উপর নির্ভর করে।”
তিনি আরও বলেন, “হেটমায়ার আমাদের ফিনিশার। অতীতেও এমন পরিস্থিতিতে সফল হয়েছে। আমাদের ১৫ রানের লক্ষ্য ছিল, আমরা মাত্র একটি বড় শট থেকে দূরে ছিলাম।”
এই জয়ের ফলে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। ৬ ম্যাচের মধ্যে ৫ জয় নিয়ে তাদের পয়েন্ট ১০।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন