

নতুন আইপিএল চ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেটপ্রেমীরা। কারণ আরসিবি বা পাঞ্জাব কেউই এর আগে চ্যাম্পিয়ন হয়নি। আরসিবি ৩বার ফাইনালে উঠলেও প্রতিবারই হেরেছে। অন্যদিকে পাঞ্জাব ১ বার পরাস্ত হয়েছে ফাইনালে।
১৮ বছর ধরে দুই দলের কাছেই ট্রফি নেই। ২০২৫ আইপিএল-ই সেরা সুযোগ ট্রফি খরা কাটানোর। ২০০৯ সালে প্রথম আইপিএল ফাইনাল খেলে আরসিবি। ওই ম্যাচে ডেকান চার্জাসের কাছে ৬ রানে হারতে হয়েছিল ব্যাঙ্গালোরকে।
২০১১ সালে ফের একবার ফাইনালে উঠে পরাস্ত হয়েছিল বিরাট কোহলির দল। চেন্নাইয়ের কাছে ৫৮ রানে হারে আরসিবি। ২০১৬ সালের আইপিএল ফাইনালে সানরাইজার্সের কাছে মাত্র ৮ রানে হেরে ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল বিরাটদের।
অন্যদিকে, পাঞ্জাব আইপিএল-র ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৩ উইকেটে হারতে হয়েছিল তাদের।
উল্লেখ্য, চলতি আইপিএল-এ দুই দলই সমান সংখ্যক ম্যাচ জিতেছে। ১৪ ম্যাচের মধ্যে দুটি ফ্র্যাঞ্চাইজিই ৯টি করে ম্যাচ জিতেছে। হেরেছে ৪টি করে ম্যাচ। ১টি করে ম্যাচের পয়েন্ট ভাগ হয়েছে।
মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০টা থেকে ফাইনাল শুরু হবে। আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুযায়ী আহমেদাবাদে আজ সন্ধ্যায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ধরণের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়। মঙ্গলবার ম্যাচ অনুষ্ঠিত না হলে বুধবার অর্থাৎ আগামীকাল হবে। আর রিজার্ভ ডে তে-ও যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে লিগ টেবিলের শীর্ষে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেক্ষেত্রে অবশ্য পাঞ্জাব শিরোপা জিতবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন