IPL 2025: আইপিএল ফাইনালের আগে চিন্তায় ব্যাঙ্গালোর! বড় ম্যাচে খেলা অনিশ্চিত তারকা ব্যাটারের

People's Reporter: আরসিবির ওপেনিং-এ অন্যতম ভরসা হচ্ছেন ফিল সল্ট। গত মরসুমে কে কে আরকে চ্যাম্পিয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ ব্যাটার ছিলেন তিনি।
বিরাট কোহলি এবং ফিল সল্ট
বিরাট কোহলি এবং ফিল সল্টছবি - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফেসবুক পেজ
Published on

নিজেদের প্রথম আইপিএল ট্রফি জয়ের আরও একটি সুযোগ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। অন্যদিকে পাঞ্জাব কিংসের ছবিও এক। তবে হাইভোল্টেজ ম্যাচের আগে আরসিবিকে চিন্তায় রাখছেন তারকা ব্যাটার ফিল সল্ট। জানা যাচ্ছে ফাইনাল ম্যাচে তিনি নাও খেলতে পারেন।

আরসিবির ওপেনিং-এ অন্যতম ভরসা হচ্ছেন ফিল সল্ট। গত মরসুমে কে কে আরকে চ্যাম্পিয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ ব্যাটার ছিলেন তিনি। চলতি মরসুমে আরসিবির হয়ে একাধিক দুরন্ত ইনিংস খেলেছেন সল্ট। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সল্টের স্ত্রী তাঁদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। এই কঠিন সময়ে স্ত্রী-র পাশে থাকতে চাইছেন তিনি। ফলে আহমেদাবাদে ফাইনালের আগে আরসিবির অনুশীলন সেশনে তাঁকে দেখা যায়নি।

আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং অধিনায়ক রজত পাতিদার এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। মনে করা হচ্ছে বড় ম্যাচের আগে কৌশলগত কারণে সল্টের অনুপস্থিতি নিয়ে এখনই কিছু জানাতে চাইছেন না।

তবে সল্টই একমাত্র খেলোয়াড় নন যিনি অনুশীলন মিস করেছেন। আরও কয়েকজন গুরুত্বপূর্ণ আরসিবি খেলোয়াড় অনুশীলনে না থাকায় দলের সামগ্রিক প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠছে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

এই মরসুমে ফিল সল্ট ১২ ম্যাচে ৩৮৭ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৭৫.৯০ এবং গড় ৩৫.১৮। বিকল্প হিসেবে টিম সিফার্ট ও মায়াঙ্ক আগরওয়াল থাকলেও, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একজন সেট ওপেনারের না থাকা আরসিবির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

উল্লেখ্য, আইপিএল-র ইতিহাসে ৩ বার ফাইনাল হেরেছে আরসিবি। ২০১৬ সালের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ রানে হেরে গিয়েছিল আরসিবি। তার আগেও ২০০৯ ও ২০১১ সালে ডেকান চার্জার্স ও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ফাইনাল হাতছাড়া হয়েছিল। ২০২৫ সালে ট্রফি জয়ের আরও একটি সুযোগ রয়েছে ব্যাঙ্গালোরের কাছে। এখন দেখার মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোন দল চ্যাম্পিয়ন হয়। 

বিরাট কোহলি এবং ফিল সল্ট
Heinrich Klaasen: 'আমার জন্য দুঃখের দিন' - আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসর ক্লাসেনের
বিরাট কোহলি এবং ফিল সল্ট
IPL 2025: দলকে ফাইনালে তুলেও ২৪ লক্ষ টাকা জরিমানা শ্রেয়াসের! কারণ কী জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in