
দলকে ফাইনালে তুলেও স্বস্তি নেই পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার-এর। আইপিএল-এ স্লো ওভার রেটিং-র কারণে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকেও একই কারণে শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার ২ ম্যাচ চলাকালীন স্লো ওভার রেট বজায় রাখার অভিযোগে পাঞ্জাব কিংস (PBKS) অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং মুম্বাই ইন্ডিয়ান্স (MI) অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বিপুল অঙ্কের জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। পাশাপাশি দুই দলের প্লেয়িং ইলেভেনের সদস্যদেরও আর্থিক জরিমানা করা হয়েছে।
আইপিএল এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, “নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ালিফায়ার ২-এর সময় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে স্লো ওভার রেট রাখায় পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”
চলতি মরশুমে এটি পাঞ্জাব কিংসের দ্বিতীয় স্লো ওভার-রেট লঙ্ঘন। এর আগে গত ৩০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একই অপরাধ করেছিল পাঞ্জাব কিংস। এছাড়া, পাঞ্জাব কিংসের ইমপ্যাক্ট প্লেয়ারসহ সকল খেলোয়াড়কে ৬ লক্ষ অথবা তাঁদের ম্যাচ ফির ২৫% জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও একই অপরাধে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএল। চলতি আইপিএল মরশুমে এই নিয়ে তৃতীয়বারের মতো স্লো ওভার-রেট লঙ্ঘন করলো মুম্বই। এর আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে দুটি ম্যাচে একই অপরাধের জন্য দলটিকে শাস্তির মুখে পড়তে হয়েছিল। পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যান্য খেলোয়াড়দেরও ১২ লক্ষ টাকা অথবা ম্যাচ ফির ৫০% জরিমানা করা হয়েছে।
উল্লখ্য, রবিবার কোয়ালিফায়ার ২-তে প্রথমে ব্যাট করে ২০৩ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। অতীতের রেকর্ড অনুযায়ী মুম্বই ১৮ বার ২০০ বা তার বেশি রান করে একটিও ম্যাচ হারেনি। কিন্তু গতকাল আহমেদাবাদে সেই রেকর্ড ভাঙলো শ্রেয়াসের পাঞ্জাব। ১৯ ওভারে ২০৭ রান করে ম্যাচ জিতে নেয় তাঁরা। আগামী ৩ জুন আরসিবির বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে পাঞ্জাবকে। আইপিএল শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত দুই দলের কেউই চ্যাম্পিয়ন হতে পারেনি। নতুন আইপিএল চ্যাম্পিয়ন পাওয়া শুধু সময়ের অপেক্ষা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন