IPL 2025: চেন্নাই ম্যাচে একাধিক রেকর্ডের সামনে কোহলি! দেখুন একনজরে

People's Reporter: বিরাট কোহলি এবছর ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন, ইতিমধ্যেই ৪৪৭ রান করে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - আরসিবির ফেসবুক পেজ
Published on

শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই ম্যাচ শুধু আরসিবির প্লে-অফের টিকিট নিশ্চিত করার জন্যই নয় বরং বিরাট কোহলির সম্ভাব্য রেকর্ড গড়ার সুযোগও রয়েছে।

১৪ পয়েন্ট নিয়ে আরসিবি বর্তমানে আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে এবং প্লে-অফে জায়গা নিশ্চিত করার জন্য তাদের এই ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, সিএসকে ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে, তবে মর্যাদার লড়াইয়ে তারা মাঠে নামবে। চলতি মরসুমের প্রথম সাক্ষাতে আরসিবি ৫০ রানে সিএসকে-কে হারিয়ে ছিল।

বিরাট কোহলি এবছর ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন, ইতিমধ্যেই ৪৪৭ রান করে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন। সিএসক-এর বিরুদ্ধে শনিবার মাঠে নামলে তাঁর সামনে পাঁচটি উল্লেখযোগ্য রেকর্ড ভাঙার সুযোগ থাকছে:

৮৫০০ রান: আইপিএলে ৮৫০০ রানের মাইলফলক থেকে মাত্র ৫৩ রান দূরে।

৯৫০০ রান: ভারতে টি-টোয়েন্টিতে ৯৫০০ রানের জন্য প্রয়োজন মাত্র ১০ রান।

৭৫০টি চার: আইপিএলে ৭৫০টি চার পূরণে লাগবে আর ৬টি চার।

৩০০ ছক্কা: আরসিবির হয়ে সব মিলিয়ে ৩০০টি ছক্কার জন্য চাই ১টি ছক্কা (আইপিএল ও সিএলটি২০ সহ)।

৫০ ছক্কা: সিএসকের বিরুদ্ধে আইপিএলে ৫০টি ছক্কা সম্পূর্ণ করতে লাগবে আরও ৭টি।

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে আবহাওয়া বড় ভূমিকা নিতে পারে। গত দুই দিন ধরে বেঙ্গালুরুতে লাগাতার বৃষ্টি হচ্ছে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বিকাল বা সন্ধ্যার দিকে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, যা খেলার গতি ব্যাহত করতে পারে।

এর আগে ২০২৪ সালে বেঙ্গালুরুতে যখন মুখোমুখি হয়েছিল এই দুই দল, একটি রুদ্ধশ্বাস লড়াইয়ে আরসিবি ২৭ রানে জিতে প্লে-অফে জায়গা করে নেয়। এবারও দর্শকরা অপেক্ষা করছেন এমনই এক উত্তেজনাপূর্ণ ম্যাচের।

বিরাট কোহলি
AIFF: ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস! সেরা কোচ খালিদ জামিল
বিরাট কোহলি
IPL 2025: বৃষ্টির আশঙ্কায় চেন্নাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ অনিশ্চিত! বিপাকে আরসিবি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in