IPL 2025: বৃষ্টির আশঙ্কায় চেন্নাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ অনিশ্চিত! বিপাকে আরসিবি

People's Reporter: আইএমডি জানিয়েছে, বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা ম্যাচ চলাকালীন গুরুতর প্রভাব ফেলতে পারে।
আজ চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচ
আজ চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচছবি - সংগৃহীত
Published on

শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃষ্টির আশঙ্কায় চিন্তা বাড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টানা দু’দিনের বৃষ্টিপাতের কারণে এবং আবহাওয়া দফতরের পূর্বাভাসের কারণে ম্যাচ হওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

আইএমডি জানিয়েছে, বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা ম্যাচ চলাকালীন গুরুতর প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে বৃষ্টির কারণে দুই দলের অনুশীলন ব্যাহত হয়েছে। শুক্রবার চেন্নাই মাত্র ৪৫ মিনিট অনুশীলন করার পর মাঠ ছাড়তে বাধ্য হয়। পরবর্তীতে বিকেল ৪.৩০টায় তারা আবার অনুশীলনে ফিরে আসে।

অন্যদিকে, আরসিবির তারকা খেলোয়াড় বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল বৃষ্টি শুরু হওয়ার আগে কিছুটা অনুশীলনের সুযোগ পেলেও, দীর্ঘ সময় বৃষ্টির কারণে তাঁদের অনুশীলন পর্ব বাতিল করতে হয়। শহরের বিভিন্ন অংশে জল জমতেও দেখা যায়।

চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে, কিন্তু আরসিবির জন্য এই ম্যাচটি প্লে-অফে নিজেদের জায়গা শক্ত করার এক সুবর্ণ সুযোগ। বর্তমানে তারা ৭টি জয় ও তিনটি পরাজয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং জয়ের মাধ্যমে ১৬ পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান দখলের চেষ্টা করছে।

উল্লেখযোগ্যভাবে, এই মরসুমে আরসিবি চেন্নাইয়ের বিরুদ্ধে চিপকের মাঠে প্রথমবার জয়লাভ করে এবং সেই আত্মবিশ্বাস নিয়ে শনিবারের ম্যাচে নামার কথা রয়েছে। তবে আবহাওয়ার কারণে ম্যাচ বাতিল হলে ১ পয়েন্ট করে দুই দল পাবে। যা আরসিবির জন্য খুব একটা সুখের হবে না।

আজ চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচ
IPL 2025: রিঙ্কুকে কুলদীপের 'চড়' বিতর্কে মুখ খুললো KKR! কী জানালো ফ্র্যাঞ্চাইজিটি?
আজ চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচ
UCL: 'বিশেষ কিছু করতে হবে' - চ্যাম্পিয়ন্স লিগ সেমির প্রথম লেগে পিএসজির কাছে হেরে হতাশ আর্সেনাল কোচ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in