IPL 2025: 'রিজওয়ানের মতো আবেদন করে লাভ নেই...' - হঠাৎ কেন এমন বললেন ঈশান?

People's Reporter: চলতি আইপিএল-র প্রথম ম্যাচেই হায়দরাবাদের হয়ে দুরন্ত সেঞ্চুরি করেন ঈশান কিষাণ। তিনিও একজন উইকেটরক্ষক ব্যাটার।
ঈশান কিষাণ
ঈশান কিষাণছবি - সানরাইজার্স হায়দরাবাদের ফেসবুক পেজ
Published on

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ইশান কিষাণ পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার রিজওয়ানকে কটাক্ষ করেছেন। ঈশানের মতে রিজওয়ান উইকেটের পিছন থেকে এলবিডব্লিউ-র জন্য অযৌক্তিক আবেদন করেন।

চলতি আইপিএল-র প্রথম ম্যাচেই হায়দরাবাদের হয়ে দুরন্ত সেঞ্চুরি করেন ঈশান কিষাণ। তিনিও একজন উইকেটরক্ষক ব্যাটার। সম্প্রতি ভারতীয় আম্পায়ার অনীল চৌধুরী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে ঈশানকে অনেকটা পরিণত উইকেটরক্ষক হিসেবেই দাবি করেছেন তিনি।

তাঁর মতে ঈশান আগে অনেক ভুল আবেদন করতেন। অনভিজ্ঞতার কারণে বার বার আম্পায়ারের কাছে আউটের জন্য আর্জি জানাতেন। কিন্তু বর্তমানে একজন অন্য ঈশানকে দেখতে পাচ্ছেন তিনি। হঠাৎ এই পরিবর্তনের কারণ জিজ্ঞেস করেন তিনি।

উত্তরে ঈশান কিষাণ বলেন, "আমার মনে হয় আম্পায়াররা বুদ্ধিমান হয়ে উঠেছেন। আমি যদি প্রতিবার আবেদন জানাই, আউট হওয়া সিদ্ধান্তগুলিকেও তাঁরা নট আউট হিসেবে গণ্য করতে পারেন। পরিবর্তে, একবার আবেদন করুন, শুধুমাত্র আউট হলেই আবেদন করুন এবং তাঁদের আত্মবিশ্বাস থাকবে যে আমরা সঠিক সময়ে আবেদন করছি। কারণ রিজওয়ান টাইপ কিছু করলে তো আপনারা একবারও দেবেন না।"

উল্লেখ্য, প্রথম ম্যাচে ৬ উইকেটের বিনিময়ে ২৮৬ রান করে হায়দরাবাদ। ওই ম্যাচে রাজস্থানকে ৪৪ রানে হারিয়েছিলেন ঈশানরা।

ঈশান কিষাণ
IPL 2025: সেঞ্চুরি হাতছাড়া করেও জোড়া রেকর্ড কলকাতার ডি'কক-র! দেখুন একনজরে
ঈশান কিষাণ
AFC Women’s Asian Cup Qualifiers 26: মহিলাদের এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের গ্রুপ বি-তে ভারত! আর কারা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in