

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ইশান কিষাণ পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার রিজওয়ানকে কটাক্ষ করেছেন। ঈশানের মতে রিজওয়ান উইকেটের পিছন থেকে এলবিডব্লিউ-র জন্য অযৌক্তিক আবেদন করেন।
চলতি আইপিএল-র প্রথম ম্যাচেই হায়দরাবাদের হয়ে দুরন্ত সেঞ্চুরি করেন ঈশান কিষাণ। তিনিও একজন উইকেটরক্ষক ব্যাটার। সম্প্রতি ভারতীয় আম্পায়ার অনীল চৌধুরী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে ঈশানকে অনেকটা পরিণত উইকেটরক্ষক হিসেবেই দাবি করেছেন তিনি।
তাঁর মতে ঈশান আগে অনেক ভুল আবেদন করতেন। অনভিজ্ঞতার কারণে বার বার আম্পায়ারের কাছে আউটের জন্য আর্জি জানাতেন। কিন্তু বর্তমানে একজন অন্য ঈশানকে দেখতে পাচ্ছেন তিনি। হঠাৎ এই পরিবর্তনের কারণ জিজ্ঞেস করেন তিনি।
উত্তরে ঈশান কিষাণ বলেন, "আমার মনে হয় আম্পায়াররা বুদ্ধিমান হয়ে উঠেছেন। আমি যদি প্রতিবার আবেদন জানাই, আউট হওয়া সিদ্ধান্তগুলিকেও তাঁরা নট আউট হিসেবে গণ্য করতে পারেন। পরিবর্তে, একবার আবেদন করুন, শুধুমাত্র আউট হলেই আবেদন করুন এবং তাঁদের আত্মবিশ্বাস থাকবে যে আমরা সঠিক সময়ে আবেদন করছি। কারণ রিজওয়ান টাইপ কিছু করলে তো আপনারা একবারও দেবেন না।"
উল্লেখ্য, প্রথম ম্যাচে ৬ উইকেটের বিনিময়ে ২৮৬ রান করে হায়দরাবাদ। ওই ম্যাচে রাজস্থানকে ৪৪ রানে হারিয়েছিলেন ঈশানরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন