IPL 2025: ভারতীয় সেনাকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান আইপিএল ফাইনালে! কারা থাকছেন?

People's Reporter: আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে মাঠের লড়াই শুরুর আগে আয়োজন করা হয়েছে সমাপ্তি অনুষ্ঠান। মঞ্চ মাতাবেন বিখ্যাত সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন। তাঁর সঙ্গে থাকবেন দুই পুত্র শিবম ও সিদ্ধার্থ।
IPL 2025: ভারতীয় সেনাকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান আইপিএল ফাইনালে! কারা থাকছেন?
ছবি - আইপিএল-র ফেসবুক পেজ
Published on

মঙ্গলবার শেষ হতে চলেছে দু'মাস ধরে চলা ২০২৫ আইপিএল। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে ফাইনাল। ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানে সম্মান জানানো হবে ভারতীয় সেনাবাহিনীকে।

পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন সিঁদুর' অভিযানকে সম্মান জানিয়েছিল প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। আইপিএল ফাইনালে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আইপিএল কর্তৃপক্ষ।

আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে মাঠের লড়াই শুরুর আগে আয়োজন করা হয়েছে এক হৃদয়স্পর্শী ও বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান। মঞ্চ মাতাবেন বিখ্যাত সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন। তাঁর সঙ্গে থাকবেন দুই পুত্র শিবম ও সিদ্ধার্থ মহাদেবন। তাঁরা অপারেশন সিঁদুর-এ অংশ নেওয়া সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সুরের মাধ্যমে। এছাড়াও, এই অনুষ্ঠান পহেলগাঁওতে নিহতদের স্মরণ করার একটি প্রচেষ্টা হিসেবেও বিবেচিত হচ্ছে।

আইপিএল ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে আজ সন্ধ্যা ৬:০০ টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে জিও-হটস্টার। অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭:০০ টায় হবে টস। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭:৩০-এ।

ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ দর্শক সকলের কাছেই আজকের দিনটি হতে চলেছে স্মরণীয়। আইপিএলের ১৮তম আসরের এই ঐতিহাসিক মুহূর্তে ক্রীড়া, সংস্কৃতি ও দেশপ্রেমের মেলবন্ধন ঘটতে চলেছে।

অন্যদিকে, এবারের ফাইনাল আরও একটি কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল। আরসিবি এবং পাঞ্জাব দুই দলই এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হয়নি।

IPL 2025: ভারতীয় সেনাকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান আইপিএল ফাইনালে! কারা থাকছেন?
IPL 2025: নতুন IPL চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা! বৃষ্টিতে ম্যাচ ভেস্তে কী হবে ফলাফল?
IPL 2025: ভারতীয় সেনাকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠান আইপিএল ফাইনালে! কারা থাকছেন?
IPL 2025: আইপিএল ফাইনালের আগে চিন্তায় ব্যাঙ্গালোর! বড় ম্যাচে খেলা অনিশ্চিত তারকা ব্যাটারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in