
৯ বছর পর আইপিএল ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে ট্রফি জয় অধরাই থেকে যায় আরসিবির। কিন্তু ২০২৫ সালে অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে নামছে ব্যাঙ্গালোর। নতুন অধিনায়ক রজত পাতিদার বলেই দিলেন, তিনি ট্রফি জিততে চান কোহলির জন্য।
২০২৫ আইপিএল বিরাট কোহলির জন্য স্পেশাল। কারণ তাঁর জার্সি নম্বর ১৮ এবং চলতি মরসুমও ১৮ বছরে পা দিয়েছে। পাশাপাশি কোহলি ১৮ বছর ধরেই ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন। কখনও দলের সাধারণ সদস্য হিসেবে তো কখনও সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন। কিন্তু ট্রফি জেতা হয়নি।
আরসিবি অধিনায়ক রজত পাতিদার জানান, "আমরা তাঁর (বিরাট কোহলি) জন্য ট্রফি জেতার চেষ্টা করব। তিনি ভারত এবং আরসিবির হয়ে বছরের পর বছর ধরে অসাধারণভাবে খেলছেন।"
মোট ৩৬ বার আরসিবি এবং পাঞ্জাব মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৮ বার করে দুটি দলই জিতেছে। চলতি মরসুমে কোয়ালিফায়ার ১ এবং গ্রুপ পর্ব মিলিয়ে মোট ৩ বারের সাক্ষাত ২ বার জিতেছে আরসিবি। ১ বার জয়ী হয়েছে পাঞ্জাব। তবে আইপিএল ফাইনালে এর আগে কখনও মুখোমুখি হয়নি দুই দল।
ফাইনালের প্রস্তুতি সম্পর্কে রজত বলেন, "পাঞ্জাবের সাথে ফের খেলাটা কাকতালীয়। তবে এবারে নতুন চ্যালেঞ্জ। এটা ফাইনাল ম্যাচ। আমরা প্রস্তুত আছি। নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন