IPL 2025: ফের ম্যাচ গড়াপেটার অভিযোগ রাজস্থানের বিরুদ্ধে! বিস্ফোরক খোদ রাজস্থান ক্রিকেট কর্তা

People's Reporter: গত ১৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল রাজস্থান। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান করে লখনউ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজ
Published on

ফের আইপিএল-এ রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠলো। এই অভিযোগ করলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (RCA)-এর অ্যাডহক কমিটির আহ্বায়ক তথা শ্রী গঙ্গানগরের বিজেপি বিধায়ক জয়দীপ বিহানি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২ রানে হারতেই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি।

গত ১৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল রাজস্থান। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান করে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৮ রান করে ম্যাচ হারতে হয়ে রাজস্থানকে। ২ রানে ম্যাচ হারায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি ওই ম্যাচে একটি ক্যাচ ফেলা নিয়েও প্রশ্ন তুলছেন সমর্থকরা।

এক সংবাদমাধ্যমে জয়দীপ বিহানি বলেন, “ঘরের মাঠে, শেষ ওভারে এত কম রানের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা কীভাবে হেরে গেল?” তিনি কার্যত ম্যাচ গড়াপেটার দিকেই ইঙ্গিত করেছেন।

পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, “বিসিসিআই প্রথমে কেবল আরসিএ-কে চিঠি পাঠিয়েছিল। কিন্তু জেলা পরিষদ দায়িত্ব নিয়েছে। যদি সোয়াই মানসিংহ স্টেডিয়ামের সাথে কোনও মৌ স্বাক্ষরিত না হয়ে থাকে, তাহলে চলছে কীভাবে? প্রতিটি ম্যাচের জন্য অর্থ প্রদান হচ্ছে। তাহলে আরসিএ-কে বাদ দেওয়া হচ্ছে কেন?”

বর্তমানে রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে। আট ম্যাচে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে দুটি জয় ও ৬টি হার।

উল্লেখ্য, এর আগেও রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল রাজস্থানের বিরুদ্ধে। যার কারণে ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার এস শ্রীসান্থ, অজিত চান্ডিলা ও অঙ্কিত চবনকে গ্রেফতার করেছিল পুলিশ। ১১ জন বুকিকেও গ্রেফতার করা হয়েছিল। এমনকি ম্যাচ গড়াপেটার অভিযোগে দু'বছরের জন্য নির্বাসিত হয়েছিল রাজস্থান রয়্যালস।

প্রতীকী ছবি
IPL 2025: ফের ম্যাচ গড়াপেটার আশঙ্কা আইপিএল-এ! ১০ ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করল BCCI, নজরে এক ব্যবসায়ী
প্রতীকী ছবি
IPL 2025: গুজরাট ম্যাচে হেরে প্লে অফ অনিশ্চিত! পিচ নয়, দলের সামগ্রিক ব্যর্থতা - মানছে নাইটরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in