IPL 2025: প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব-ব্যাঙ্গালোর, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

People's Reporter: আজ সন্ধ্যা ৭.৩০টায় পাঞ্জাবের নিউ পিসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আরসিবি ফাইনাল সেমিফাইনাল মিলিয়ে মোট ১৫টি প্লে অফ ম্যাচ খেলেছে।
IPL 2025: প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব-ব্যাঙ্গালোর, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?
ছবি - আইপিএল-র ফেসবুক পেজ
Published on

বৃহস্পতিবার আইপিএল ২০২৫-র প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস। দুই দলই লিগ টেবিলে ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করেছে। হাড্ডাহাড্ডি ম্যাচের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

আজ সন্ধ্যা ৭.৩০টায় পাঞ্জাবের নিউ পিসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আরসিবি ফাইনাল সেমিফাইনাল মিলিয়ে মোট ১৫টি প্লে অফ ম্যাচ খেলেছে। যার মধ্যে জয় পেয়েছে মাত্র ৫টিতে। পরাজিত হয়েছে ১০টি।

এর মধ্যে ২০০৯ সালের ফাইনালে ডেকান চার্জার্সের কাছে ৬ রানে পরাজিত হয়েছিল আরসিবি। ২০১০ সালের সেমিতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৩৫ রানে হারতে হয়েছিল। ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ফাইনালে ৫৮ রান পরাজিত হয় আরসিবি। ২০১৫ সালে কোয়ালিফায়ারে ২-তে চেন্নাই সুপার কিংসের কাছেই ৩ উইকেটে হারতে হয় বিরাট কোহলিদের। ২০১৬ সালে আইপিএল ফাইনালে হায়দরাবাদের কাছে বেঙ্গালুরু ৮ রানে পরাজিত হয়।

২০২০-র এলিমিনেটরে হায়দরাবাদের বিরুদ্ধে ৬ উইকেট হারে আরসিবি। ২০২১ সালের এলিমিনেটরে কলকাতার কাছে ৪ উইকেটে পরাজিত হয় ব্যাঙ্গালোর। ২০২২ মরসুমে কোয়ালিফায়ার ২-তে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেটে হারে আরসিবি। ২০২৪ সালে রাজস্থানের কাছেই ৪ উইকেটে পরাজিত হয় ব্যাঙ্গালোর।

অন্যদিকে, পাঞ্জাব কিংস প্লে-অফে মোট ৪টি ম্যাচ খেলেছে। যার মধ্যে জিতেছে ১টি এবং পরাজিত হয়েছে ৩টি ম্যাচ। ২০০৮ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে এলিমিনেটরে ৯ উইকেটে পরাজিত হয় পাঞ্জাব। ২০১৪ সালে ফাইনালে কলকাতার কাছে ৩ উইকেটে হারতে হয়েছিল পাঞ্জাবকে।

এছাড়া দুই দল একে অন্যের মুখোমুখি হয়েছে মোট ৩৫ বার। যার মধ্যে পাঞ্জাব জিতেছে ১৮ বার এবং আরসিবি জিতেছে ১৭ বার।

IPL 2025: প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব-ব্যাঙ্গালোর, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?
UEFA Conference League: রিয়াল বেতিসকে হারিয়ে কনফারেন্স লিগ জয়, ইউরোপীয় ফুটবলে ইতিহাস চেলসির!
IPL 2025: প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব-ব্যাঙ্গালোর, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?
East Bengal: ইস্টবেঙ্গলের কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন দলকে আড়াই লাখ পুরস্কার! ঘোষণা ক্লাব কর্তৃপক্ষের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in