
বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর যেমন প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরেছে তেমনই রাজস্থান পরাজিত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। দুটো দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম রাজস্থানের হোম ভেন্যু। যদিও কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ বলেন, 'এখানে অনেক বাঙালি আছে। আমরা ভালোই সাপোর্ট পাবো। উইকেট দেখে ম্যাচের আগে দল কী হবে সিদ্ধান্ত নেবো।'
তিনি আরও বলেন, 'আমরা প্রথম ম্যাচে হারায় উদ্বেগে নেই। তবে প্রথম ম্যাচ জিততে পারলে সব সময়ই ভালো হয়। তবু ওই ম্যাচ থেকে আমরা বেশ কিছু ইতিবাচক দিক পেয়েছি। আগের ম্যাচে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। আমাদের আরও কিছু বেশি রান তোলা উচিত ছিল। বিশেষ করে ব্যাটিংয়ের শেষের দিকে। প্রতিটা দলই ভালো ব্যাটিং আর বোলিং করছে। তাই যারা ভালো দুটো বিভাগে পারফরমেন্স করবে তারাই জিতবে। আমাদের লক্ষ থাকবে জয় পাওয়া।'
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ (ব্যাটিং)- কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, স্পেনসার জনসন, বরুণ চক্রবর্তী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন