
আগামী ৭ জুলাই বয়স হবে ৪৪। তাঁর বয়সী ক্রিকেটাররা কোচিং, কমেন্ট্রিতে ব্যস্ত। কিন্তু মহেন্দ্র সিং ধোনি এখনও খেলে যাচ্ছেন। তবে পর পর দু'দিন ইডেনে অনুশীলন করলেন না ধোনি। তার কারণ অবশ্য জানা যায়নি। ম্যাচেই দেখা যাবে তাঁকে। কলকাতার কাছে এটি আবার ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ হারলেই প্লে-অফ থেকে ছিটকে যাবে কেকেআর।
টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস। সিএসকে-র বোলিং কোচ এরিক সিমন্স বলেন, 'কোনও আবেগ নয়, সিএসকের একটা ঐতিহ্য আছে। দল খারাপ জায়গায় আছে। ব্যক্তিগত উন্নতিতে জোর দেওয়া হচ্ছে। গত ম্যাচগুলোর মতো জেতার লক্ষ্য নিয়েই নামবো।'
তিনি আরও বলেন, "ধোনি ওর পরিস্থিতি খুব ভালো করেই জানে। টুর্নামেন্টের শুরু থেকেই ও সব সময় কঠোর পরিশ্রম করছে। ওর ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। ও ওর মতো প্রস্তুতি নেয়।''
ধোনির মাঝপথে অধিনায়কত্ব ছাড়াটা দলে কতটা প্রভাব ফেলেছে? উত্তরে সিমন্স বলেন, 'ও যখন অধিনায়ক ছিল না তখনও দলের সবকিছু নিয়ন্ত্রণ করতো। অধিনায়ক হিসেবে নিজেকে যতটা না গুরুত্ব দেয় তার থেকে অনেক বেশি তরুণ উঠতি খেলোয়াড়দের উন্নতিতে নজর দেয়।'
অন্যদিকে নাইট কোচ চন্দ্রকান্ত পন্ডিত বলেন, "আমাদের দল হিসেবে খেলতে হবে। সকলে জানে কী করতে হবে। মোমেন্টাম ধরে রাখতে হবে। ইতিবাচক মানসিকতা ধরে রাখতে হবে। সকলে জানি। এই ম্যাচে সমর্থকদের উত্তেজনা বেশি থাকবেই। হ্যাঁ প্রতিপক্ষ দলে ধোনির মত তারকা প্লেয়ার থাকতে পারে। তাকে নিয়ে গ্যালারিতে সমর্থকদের আলাদা উন্মাদনা থাকে। কিন্তু আমরা সেসব নিয়ে ভাবছি না। আমাদের ফোকাস নিজেদের খেলাতেই থাকবে। অন্য কিছু নিয়ে ভাবছি না।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন